পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ly কপুর-মঞ্জরা । SAMAMMAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SS সুবৰ্ণ-কুসুমে, আমি যেক্ট দুটি নয়নেনে করি গো অৰ্চন | বিদুষক —ঘরের ভিতরে থেকে উনি দেপ্‌চি ঘৰ্ম্মজলে সিক্ত হয়েছেন! তা এই বস্ত্রাঞ্চল দিয়ে বাতাস কথা যাক্ । (তথা করণ) আরে! আরে! এ কি হ'ল ?—বস্ত্রাঞ্চলের বাতাসে প্রদীপ যে নিবে গেল । (চিন্তু করিয়া স্বগত) ত হোক। লীলা-উদ্যানে যাওয়া যাক্ । ( প্রকাশ্বে ) এঃ ! অন্ধকার যেন নৃত্য কচে । তা এসে এখন সুড়ঙ্গ-পথ দিয়ে প্রমোদ-উদ্যানে বেরিয়ে পড়া যাক্ । ( সকলের নিক্রমণ ) রাজা -( কপূর্ব-মঞ্জীর হস্ত ধারণ করিয়া) ও-কর-পল্লব তব, মম হস্তে করিয়া স্থাপন, মন্থর-গমনে এবে মৃদুমন্দ কর সঞ্চরণ। গতি-ভঙ্গী হুেরি’ যাতে কল-হংস-গতি লোকের নয়নে হয় অপ্রিয় গো অতি ॥ ( স্পৰ্শ-মুখ অভিনয় করিয়া ) গু-কয়-পৰ্ব্বশ-বশে সমুদায অঙ্গ মোর হর্ষভরে হয়ে রোমাঞ্চিত, * সপুস-শলাকা স্বল্প, কদম্ব-কেশর আর, —এ-দুয়েরে করে পরাজিত ॥ ( নেপথো) বৈতালিক –চন্দ্রালোক মহারাজের সুখজনক হোক্‌ ! ভূমণ্ডল-লগ্ন তম বৃক্ষের আকারে শুধু ইতস্তত: এবে দেখা যায় ;

  • দস্ত, ৱাং, ধাতুবিশেষ।