পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অধ্যায়।
১১৭

জেলের দক্ষিণে ইহা অবস্থিত। এই স্থানে কেবল ইউরোপীয়েরাই চিকিৎসিত হইয়া থাকে।

 ৩। মেয়ো হাসপাতাল। ইহার আদি নাম নেটিভ হাঁস- পাতাল। প্রধানতঃ পারি জন আওয়েন সাহেবের যত্নে ১৭৯২ সালের ১৩ই সপ্টেম্বরে ইহা প্রতিষ্ঠিত হয়। কলিকাতার দেশীয় অধিবাসীরা, বিশেষতঃ নিম্নশ্রেণীর শ্রমজীবীরা এই খানে চিকিৎসিত হইয়া থাকে। ইহার অর্থভাণ্ডারে রাজা বৈদ্যনাথ ৩০,০০০ টাকা দান করিয়াছিলেন। ইহা প্রথমে চিৎপুর রোডের উপর ছিল; তৎপরে ধর্মতলা রোডে স্থানান্তরিত হইয়াছিল। এক্ষণে ইহা সহরের উত্তরাংশে স্ট্রাণ্ড রোডের উপর অবস্থিত। গবর্ণমেণ্ট সাহায্য প্রথমে মাসিক ৬০, টাকা ছিন, এবং সাধারণের নিকট ৫৪,০০০ টাকা চাঁদা সংগৃহীত হইয়াছিল। লৰ্ড কর্ণওয়ালিস ৩,০০৬ টাকা দিয়াছিলেন, কাউন্সিলের প্রত্যেক সদস্য ৪,৫০০ টাকা দিয়াছিলেন, এবং নবাৰ উজির ৩,০০০ টাকা দিয়াছিলেন। গবর্ণমেণ্টের সাহায্য পরে বন্ধিত হইয়া মাসিক ২০০০ টাকা নির্ধারিত হয়। ৮৭১ সালে ইহাকে বর্তমান স্থানে উঠাইয়া আনা স্থিরীকৃত হয়। তদনুসারে মেয়ো স্মৃতিভাণ্ডারের যে ৫০,০০০ টাকা উদ্ব ও হইয়া ছিল, তাহা এই হাসপাতালে প্রদত্ত হয়। তদবধি ইহা ‘মোয়ো নেটিভ হাসপাতাল' নামে অভিহিত হয়। বাড়ী নির্মাণার্থ ডি সুজা ১০,০০০ টাকা দান করেন, এবং ধর্ম্মতলার সম্পত্তির কিয়- দংশ ৭৯,০০০ টাকায় বিক্রীত হয়। বাড়ীটা ত্রিতল; ইহাতে আউট ডোর রোগীদিগের জন্য (অর্থাৎ যে সকল রোগী হাঁস- পাতালে থাকে না, কেবলমাত্র আসিয়া. ঔষধ লইয়া যায়, তাহাদের জন্য কয়েকটা প্রকোষ্ঠ এবং রেসিডেণ্ট মেডিক্যাল অফিসারের