পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৬
কলিকাতার ইতিহাস।

দেশীয়, আর কোনও ব্যক্তি তাহা করিয়াছেন কি না সন্দেহ। তিনি আবার একজন মহান বিশ্বপ্রেমিক ও দরিদ্রসুহৃদ ছিলেন। তিনি ঘড়ীর ব্যবসায় অবলম্বন করিবার উদ্দেশ্যে ১৮০০ সালে কলিকাতায় আগমন করেন, এবং কতিপয় বৎসর ঐ কর্ম্মে নিযুক্ত থাকার পর তাহা পরিত্যাগ করেন। অতঃপর তিনি আপনার সমস্ত সময় ও অর্থ দেশীয়দিগের শিক্ষাবিধানে উৎসর্গ করেন। তৎকালে দেশের মঙ্গলার্থ যে কোনওরূপ কার্য্য বা আন্দোলনের অনুষ্ঠান হইত, তাহাতেই তিনি কায়মনোবাক্যে যোগ দিতেন। কেবল শিক্ষা কেন, দেশহিতকর সর্ব্ববিধ কার্য্যেই তাঁহাকে ব্যাপৃত দেখিতে পাওয়া যাইত; এদেশে দেওয়ানি আদালতে জুরিপ্রথার প্রবর্ত্তন ও মুদ্রাযন্ত্রের স্বাধীনতার নিমিত্ত তাঁহার ঐকান্তিক ঔৎসুক্য ও আগ্রহ এবং কুলি-ব্যবসায়ের বিরুদ্ধে ঘোরতর আপত্তি উত্থাপন ও তাঁহার প্রতিবন্ধকতা, এগুলি তাহার বহুতোমুখি-ক্রিয়াশীলতার যৎসামান্য কয়েকটি দৃষ্টান্ত মাত্র। ফ্রেণ্ড অব ইণ্ডিয়া নামক ইংরেজী সংবাদপত্র তাঁহার মৃত্যুসংবাদ প্রচার করিবার সময়ে যাহা বলিয়াছিলেন, তাহার এক বর্ণও অসত্য বা অতিরঞ্জিত নহে। তাহাতে এইরূপ লিখিত হইয়াছিলঃ —“পরলোকগত ডেভিড হেয়ার যেরূপ অশ্রুতপূর্ব্বভাবে জীবন যাপন করিয়া প্রতিষ্ঠালাভ করিয়া গিয়াছেন, ভারতে অন্য কোনও ব্যক্তিই এ পর্যন্ত তাহা পারেন নাই।  * *   *   * শিক্ষা সংস্কারবিহীন, বিদ্যাবুদ্ধিহীন, উচ্চপদ, ক্ষমতা ও ধনবিরহিত ডেভিড হেয়ার ভারতীয় বালক ও যুবকদিগের উন্নতিসাধনার্থ অবিরাম চেষ্টা দ্বারা দেশীয় সমাজে একাদিক্রমে বহু- বৎসর যাবৎ প্রভাব ও মর্যাদা অর্জ্জন ও রক্ষা করিয়া যে দৃষ্টান্ত প্রদর্শন করিয়া গিয়াছেন, তাহা ভারতে অদ্বিতীয় এবং অন্য দেশেও