২। কোম্পানী আর বণিক সমিতি থাকবে না, এবং তাহার ফলে কোম্পানীর ভারতবর্ষ ও চীনদেশে এ সহিত একচেটিয় বাণিজ্য করিবার অধিকার বিলুপ্ত হবে।
৩। বৃটিশ প্রজামাত্রেই ঐ দুই দেশের সহিত অবাধে বাণিজ্য করিতে পারিবে।
৪। বৃটিশ প্রজারা কত গুলি নির্দিষ্ট নিয়মের অধীনে বৃটিশ ভারতে বাস করিতে পাইবে (বলা বাহুল্য, এ অধিকার তাহাদের পুর্বে ছিল না)॥
১৮৫৮ অব্দ পর্যন্ত ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর অস্তিত্ব ছিল। উক্ত অব্দে সিপাহী বিদ্রোহ দমনের পর, ভারতবর্ষ ইংলণ্ডশ্বরের প্রত্যক্ষ শাসনাধীন সাম্রাজ্যের এক অংশ হইয়া পড়িল।
দ্বিতীয় অধ্যায়।
কলিকাতার প্রাচীন বিবরণ।
কিঞ্চিদধিক দুই শতাব্দী হইল, কলিকাতা ইতিহাসে স্থান লাভ করিয়াছে। ঐ সময় হইতেই কলিকাতার উন্নতির প্রান্ত। ১৭৫২ অব্দে হলওয়েল সাহেব জমিদারের পদ গ্রহণ করিলেন, এই সময়ে তিনি ১৭৩৭ খৃষ্ট কৈর পূর্ববর্তী মালের কোনও দলিল দস্তাবেজ ও কাগজ পত্রাদি না পাই অত্যন্ত বিরক্ত হইলেন। এইরূপ করিত আছে যে, ১৭৩৮ সালের প্রবল ঝটিকাবর্ত্তে ও