পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

මස 8 কলিকাতা সেকালের ও একালের । জব চাৰ্শকের অনেক ক্রটী, অনেক দোষ থাকিতে পারে, আর ক্রট ও দেT হীন মানুষও জগতে খুব কম। কিন্তু দোষভাগের সহিত তুলনায়, জন চার্ণকের গুণাংশই অধিক ছিল। আজ যে আমরা গগণ । সৌধমালা সমম্বিত, এই কলিকাত মহানগরী দেখিতে পাইতেছি, প্রায় তিম, বৎসর পূৰ্ব্বে, বহুবিধ অসুবিধা, কষ্ট, ত্যাগস্বীকার ও মৰ্ম্মবেদনা সহ করিয়া, পুরুষশ্ৰেষ্ঠ জব চার্ণক তাহার প্রাণপ্রতিষ্ঠা করিয়া গিয়াছিলেন। কলিকাতাতেই ইংরাজের ভাগ্যলক্ষ্মী প্রচ্ছন্নভাবে অবস্থান করিতেছিলেন। তিনশত বৎসর পূৰ্ব্বে -গভীর জঙ্গল সমাবৃত,হিংস্ৰ শ্বাপদ সমাকীর্ণ, বাদাভূমিপূর্ণ, কলিকাতার পাশ্ববর্তী স্থতালুট গ্রামে—যদি তিনি ইংরাজের উপনিবেশ স্থাপন না করিতেন, তাহা হইলে আজ হয় ত আমরা ইংরাজ সম্রাটের রাজভক্ত প্রজারূপে, ইংরাজরাজত্বের এই অতুলনীয় মুখ-সম্পদের অধিকারী হইতাম না। ’ ইংরাজ জাতি বহুকাল পরে, জব চার্ণকের অমান্তষিক প্রতিভা ও গুণরাশির মূল্য উপলব্ধি করিয়াছেন। আমাদের ভূতপূর্ণ রাজপ্রতিনিধি, লর্ড কর্জন বাহাদুরের চেষ্টাতেই, জব চর্ণকের নাম রক্ষা সম্বন্ধে একটা সুব্যবস্থা হয়। তিনিই চেষ্টা করিয়া, বৰ্ত্তমান জেনারেল পোষ্ট-আপিসের সম্মুখবন্ত্রী পথটকে—“চার্ণক-প্লেস’ নামে অভিহিত করিয়া, চার্ণকের নাম তাহার প্রতিষ্ঠিত নগরীর সহিত সম্মিলিত করিয়া রাথিয়াছেন । জব চার্ণকের সমাধিস্তম্ভ, আজও কলিকাতায় বৰ্ত্তমান। এই সমাধির মধ্যে, তাহার ও র্তাহার হিন্দু-পত্নীর দেহ সমাহিত হইয়াছিল বলিয়া,উল্লিখিত। এই সমাধির একখানি চিত্র আমরা যথাস্থ।নে প্রদান করিলাম। এই সমাধি সৌধ, তাহার জামাতা স্যার চলসি আয়ার কর্তৃক স্থাপিত হয় । বর্তমান হেষ্টিংস ষ্ট্রীটের গেণ্ট-জন গির্জার মধ্যে প্রবেশ করিলে, এই সমাধি স্তম্ভ আজও দেখিতে পাওয়া যায়। লর্ড কর্জনের চেষ্টাতেই এই সমাধি নূতন ভাবে সংস্কৃত ও সুরক্ষিত হইয়াছে। জব চার্ণকের মৃত্যুর ঠিক দুইশত বৎসর পুরে—অর্থাৎ ১৮৯২ খৃষ্টাৰে র্তাহার এই স্মৃতিস্তম্ভ, বঙ্গের পবলিক ওয়ার্কস ডিপাট মেণ্ট দ্বারা মেরামত করান হয় । চার্ণকের গোরের মধ্যে Wault বা খিলান আছে কিনা—এবং তাহার মধ্যে চার্ণক ও র্তাহার হিন্দুপত্নী দুই জুন্থের সমাধিস্থান থাকা সম্ভব কিনা, ইহা দেখিবার একটা কৌতুহল কর্তৃপক্ষীয়দের মনে উদিত হয় । এই কৌতুহল চরিতার্থ করিবার জন্য—গোরটা খনন করা পৰ্য্যন্ত হয় । এই সম*ে রেভা এচ, বি,হাইড সাহেব, এই সেন্টজন গির্জার পাদরি ছিলেন। এই