পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ অধ্যায় । Hථිව তখন নবাব ইব্রাহিম খা বাঙ্গলার শাসনকৰ্ত্ত। ইব্রাহিম খাঁ অতি শান্তিপ্রিয় লোক ছিলেন। র্তাহার শাসন সময়ে এবং জব চাণকের কলিকাতা প্রতিষ্ঠার পাঁচ বৎসর পরে, চেতোয়া ও বর্দার জমাদার শোভাসিংহ মোগলসরকারের বিরুদ্ধে উখিত হন। চেভোয়া ও বর্দী বৰ্দ্ধমান প্রদেশভুক্ত। এই সময়ে রাজা কৃষ্ণরাম রায়, বৰ্দ্ধমানের অধিপতি ।* তাছার ন্যার ঐশ্বৰ্য্যশালী জমাদার, সে সময়ে পশ্চিমবঙ্গে আর কেহই ছিলেন ন। নানাকারণে শোভাসিংহের সহিত, রাজা কৃষ্ণরামের দারুণ মনেমালিন্ত ঘটে। কিন্তু রাজার ক্ষমতার বিরুদ্ধে একাকী দণ্ডায়মান হইতে সাহসী না হইয়া, শোভসিংহ-উড়িষ্যার আফগান দলপতি, “নাককাটা" রহিম খণকে ঠাহীর সাহাষ্যার্থে আহবান করেন । ওসমানের পতনের পর হইতে-পাঠানদিগের দর্প একেবারে চুর্ণ হইয়া যায়। এই সময়ে রহিম খাঁ। প্রভৃতি কয়েকজন পাঠান সর্দার, তখনও বঙ্গদেশের মধ্যে আফগান জাতিকে সঞ্জীব করিয়া রাখিয়াছিল । ইহার এই সমস্ত সদারদের অধীন হইয়া 驗

  • কুষ্ণরাম রায়, বাবুল্লায় হইতে তিনপুরুষ অধস্তন। এই বাবুরায়ই বৰ্দ্ধমান রাজবংশের প্রথম স্থাপয়িত। কেহ কেহ ইহঁাকে “আধুরায়” বুলিয়, গিয়াছেন। কৃষ্ণরাম রায়ের পুত্ৰ জগতরাম। ইনিই শোভাসিংহের ভয়ে ঢাকায় পলায়ন করেন। ১৭•২খ, জগতরাম শক্রহস্তে নিহত হন। তাহার পুত্র কীৰ্ত্তিচন্দ্রর আমলেই ঘনরামের "ধৰ্ম্মমঙ্গল” রচিত হয়। কৃষ্ণরাম ও জগতরাম BBS BBBBS BBBB BBB S BBBBB BBBSB DD BBB BBBBB BB BB BSSS (See Fifth Report of the Select Committee p. 4oz ).

চেতোয়ার জমিদার শোভাসিংহ একজন ক্ষুদ্র তালুকদার ছিলেন। চেতোয় বর্তমানে মেদিনীপুর বিভাগে অবস্থিত । আবুলফজল, আইন-আকবরীতে বলিয়াছেন—( Chitwa is a Mahal lying intermediate between Bengal and Orissa. ) ofts (5:5tal wo দেশ ও উড়িষ্যার মধ্যে অবস্থিত। ইয়ার্ট-চেতোয়াকে "জেতোয়া” ( Jetwa ) বলিয়া বানান করিয়া গিয়াছেন। মার্শমান সাহেব আবার তাহাকে “চিতুয়ান” (Chituyan) বলিয়া ভ্ৰমে পড়িয়াছেন। যাহাই হউক, এই চেতোয়ার মালিক শোভসিংহ। চেতোয়ার সন্নিকটেই "বৰ্দ্দা"। শোভসিংহের প্রপিতামছ য়ধুনাথ সিংহই সৰ্ব্ব প্রথমে বঙ্গদেশে আসেন। রঘুনাথের পুত্র কানাইসিং চেতোয় খরিদ করেন। কিন্তু বর্দার জমাদার ফতেসিংহের নিকট ঋণের দায়ে চেভোয় বিক্রয় হইয়া যায় । শোভাসিংহের পিতা দুর্জয় ( জুল্লভ ? ) সিংহ, ফতেসিংহের পুত্র-কীৰ্ত্তি সিংহের নিকট হইতে চেতোয় উদ্ধার করেন। শোভাসিংহের আমলে বর্ণ তালুকখানি উাহার হস্তগত হয়। শোভসিংহ ক্ৰমে বৰ্দ্ধিত প্রতাপ হইয়া, সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন । কৃষ্ণরাম রায় ইতিপূৰ্ব্বে-তাহার উপর অত্যাচার করিয়াছিলেন, BBB BBBB BDDDB BBBB DDB BDDD BB BBBB BBBSBB HBBBDDD তীরে উপস্থিত হন। কৃষ্ণরাম এ অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন মা, কাজেই তিনি ”IFE EN I Vide Blochman's Notes-Hunter's Statistical Acoount of Bengal Vol 1. Hoogly Past & Present. 26. 藏 কোন যুদ্ধে রহিম খাঁর নাসিকার কিয়দংশ কাটিয়া যাওয়ায় তিনি "নাককাটা রহিম * নামে পরিচিত ছিলেন । -