পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( o ) છે99ીન ত এক বর্ণানুক্রমিক সূচী প্রস্তুত করিবার ইচ্ছ। থাকিলেও, নানা অসুবিধায় সংস্করণে তাহা করিতে পারিলাম না। সুপ্রসিদ্ধ পি,এম, বাকৃচ কোম্পানীর স্বত্বাধিকারী, শ্ৰীযুক্ত বাবু কিশোরীহেন বাকৃচী মহাশয়, এই পুস্তকের মুদ্রাঙ্কণ সম্বন্ধে ভারগ্রহণ করায়, তদৃশ সুবৃহৎ গ্রন্থ প্রচার হওয়া সম্ভবপর হইয়াছে। তাহার স্তায় উদ্যমশীল সৎসাহিত্যের উৎসাহদাতা, আমার পৃষ্ঠপোষকরূপে না থাকিলে, এ কার্য্য iমার পক্ষে এক দুঃসাধ্য ব্যাপারে পরিণত হইত। এজন্য আমি তাহাকে 1স্তরিক কৃতজ্ঞ তা জ্ঞাপন করিতেছি । “আহিরীটোলা ইউনাইটেড রিডিং-রুমস্" নামক স্ববৃহৎ পাঠাগারের যোগ্য সম্পাদক শ্ৰীমুক্ত বাবু অমৃতলাল চন্দ্র এম-এ, বি-এল, হোদয়, উহাদের লাইব্রেরীর কয়েকখানি অতি প্রয়োজনীয় দুপ্রাপ্য পুস্তক, মাকে সুদীর্ঘকালের জন্য ব্যবহার করিতে দিয়া, কৃতজ্ঞতাপাশে আবদ্ধ রিরছেন । বেহালা—( ২৪ পরগণা ) } বিনীত গ্রন্থকার। ফেব্রুয়ারি, ১৯১৫ ।