পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ዓbr কলিকাতা সেকালের ও একালের । টাকা পরিশোধ করিতে প্রস্তুত।” হুকুম হইল—যে র্তাহার বাট হইতে সিপাহী পাহার। তুলিয়া লওয়া হউক । ( Con–327 ) ঘোড়া বিক্রয়। কোম্পানীর আস্তাবলের তিনটী ঘোড়া-–একেবারে অকৰ্ম্মণ্য হইয়। পড়িয়াছে। এজন্য ককসী সাহেবকে আদেশ দেওয়া গেল---যে তিনি প্রকাশ্য নিলামে ঘোড়া তিনটীকে বিক্রয় করিয়া ফেলিবেন । (Con.—312 ) চাউলের মূল্য রদ্ধি । এ বৎসর কলিকাতায় চাউল বড় মহার্য হইয়াছে । মন্দ্রিাজ ও বোম্বীয়েও চাউল দুষ্প্রাপ্য হইতেছে। বোম্বাই ও মান্দ্রাজে চাউল লইয়। যাইবার জন্য, তিন খানি জাহাজ কলিকাতায় নঙ্গর করিয়া' আছে । এরূপ অবস্থায়, কলিকাতার গরীব তাধিবাদীদের বিলক্ষণ অন্নকষ্ট উপস্থিত হইবে । এজন্য কোম্পানী-বাহাদুর আদেশ প্রচার কলিতেছেন---যে ব্যবসায়ীর কলিকাতার মধ্যে, চাউলের দর চড়াইতে পাঠিবে না । উৎকৃষ্ট চাউল টাকার একমণ বিক্রীত হইবে , কে এই নির্দিষ্ট দরের ব্যতিক্রম করিলে, তাহ কোম্পানী বাহাদুরের কৰ্ম্মচারিগণের গোচরে আনা হইবে । কোম্পানীর নিজের গুদামে ৫০০ মণ ভ}ল চাউল মজত আছে । বক্সী সাহেবকে আদেশ করা হইল—তিনি উক্ত চাউল এক টাকা মণ হিসাবে, সাধারণকে সুবিধাদরে বিক্রয় করিবেন। যে সকল মহাজন উচ্চ দরে চাউল বেচিবণর আশায় আছে—তাহণদের ইহাতে যথেষ্ট শিক্ষা হইবে । গরীব অধিবাসীরা যাহাতে কষ্ট না পায়, তাঙ্গার ব্যবস্থা করা উচিত । (Con.—385) কোম্পানী বাহাদুর সেকালে তঁহিীদের প্রজাবর্গের অল্পকষ্ট দূর করিবার জন্য কতদূর সচেষ্ট ছিলেন, তাহা উল্লিখিত ব্যবস্থা হইতেই জানিতে পারা যায়।. তখন একটাক করিয়া চাউলের মণ বিক্রীত হইত, তাঙ্গতেই প্রজণর অল্পকষ্ট উপস্থিত হইয়াছিল । আর এখন সাড়ে সাত টাকা চাউলের মণ হইয়াছে, তাহাও গা-সহ ব্যাপারে দাড়াইয়াছে । কলিকাতা-দুর্গের সম্মুখের জমী পরিষ্কার। ছর্গের চারিদিকেই অনেক ছোট ছোট গাছ জন্সিয়াছে । ইহার আশে পাশে অনেকগুলি চালাঘরও নিৰ্ম্মিত হইয়াছে। এগুলি পরিষ্কার করা বিশেষ \