পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ অধ্যায় । 8ՏԳ পরিচিত্ত ছিল। এই আদালতে বিচার কার্য্য নির্বাহের জন্ত, একজন মেয়র, ও নয়জন সহকারী বিচারক বা Alderman ছিলেন। এই নয়জন মেয়রের মধ্যে সাতজন খাটি ইংরাজ নিৰ্ব্বাচিত হইতেন, বাকী দুইজন অন্য দেশীয় প্রোটেষ্টান্ট খৃষ্টান হইলেও চলিত। এই আদালতে, প্রধানতঃ ইংরাজদের বিষয়-ঘটিত দেওয়ানী মোকদ্দমার শুনুনী হইত। এই আদালতের রায়ই শেষ নহে-ইহার উপর "কোর্ট-অফ-আপিল" বলিয়া আর একটী আদালত ছিল। এই আদালতে স্বয়ং গবর্ণর ও র্তাহার কৌন্সিলের সদস্যগণ একত্রে বসিয়া বিচার করিতেন। এতদ্ব্যতীত Cotto Court of Quarter Sessions of Hi wi: oth Carawfī; আদালত ছিল। গবর্ণর সাহেব এই আদালতে বসিতেন। সহরের ষে কিছু বড় বড় ফৌজদারী মামলা, এখানেই নিম্পত্তি হইত। ইহার আর একটা wwfw3 afw fšą “Court of Oyer and Terminar and Goal Delivery.” growsers coià on footo, (Court of Requests) বলিয়; আর একটী আদালত ছিল। কলিকাতার অধিবাসীদের মধ্য হইতে গবর্ণরসাহেব কর্তৃক নির্বাচিত ২৪ জন কমিশনার এই আদালতে বসিতেন। যে সমস্ত মোৎফরেক্কা মোকদ্দমার সরাসরি বিচার হইত, তাহা এই কমিশনারেরা পালা করিয়া বিচারকরূপে বসিয়া নিম্পত্তি করিতেন । ইহাতে অনেকটা বৰ্ত্তমান ছোট-আদালতের মত কাজ হইত। সামান্ত টাকাকড়ির দেনাপাওনা, এই আদালতেই সরাসরিভাবে বিচার হইত। পাচ প্যাগেড অর্থাৎ চল্লিশ শিলিং পর্য্যস্ত অর্থাৎ বিশ-ত্রিশ টাকার পাওনার দাবী, এ আদালত হইতেই নিষ্পত্তি হইত। কোম্পানী-বাহাদুর যে সময়ে কলিকাতা, সুতালুট ও গোবিন্দপুর ਾਂ বাদসাহী ফারমান অনুসারে লাভ করিলেন, সেই সময়ে তাহাদের কার্য্যপ্রণালী অন্যদিকে পরিবর্তিত হইল। র্তাহারা ব্যবসা-বাণিজ্য করিতে আসিয়৷ জমীদারী পত্তন করিলেন। এই জমাদারিই তাহাদের ভাগ্যলক্ষ্মী। এই গ্রাম তিন খানির কল্যাণেই, এই বিশাল ব্রিটীশ-ভারতবর্ষ অর্জিত হইয়াছে। এই জমীদারীর জন্য র্তাহাদিগকে মোগল-সরকারে ১২৮১॥• খাজনা দিতে হইত। এই খাজনা তুলিবার জন্ত, তাহারা এই গ্রামত্রয়ের জমী, প্রজাবিলি করিতে লাগিলেন । এতদ্ব্যতীত জরিমান, বাজেয়াপ্ত, কষ্টস ও . শুদ্ধ প্রভৃতি আবওয়াবেও জমীদারীর তহবিলে উপরি আদায় হইত। কিন্তু প্রখম প্রথম, মোগল-সরকারের খাজনা দিতে র্তাহীদের একটু বেগ পাইতে । აჯ,