পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ অধ্যায়। ዓ8ፃ সংবাদ পত্রের নাম । আবির্ভাব সম্পাদকের নাম । সময় । মৃত্যধৰ্ম্ম প্রকাশিকা — | গোবিন্দচন্দ্র দে সৰ্ব্বশুভকরী — { মতিলাল চট্টোপাধ্যায় সত্য-প্রদীপ — | এম, টাউনসেও বৰ্দ্ধমান চন্দ্রোদয় - রামচরণ ভট্টাচাৰ্য্য সংবাদ-সুধাংশু * ১৮৫২ | রেভারেণ্ড, কে, এম, বানার্জি উপদেশক .سمي بميسم রেভারেও, জে, ওয়েন্‌জায় সত্যসঞ্চারিণী — | শু্যামাচরণ বসু সংবাদ-নিশাকর – | নীলকমল দাস ধৰ্ম্ম-অর্থ-প্রকাশিক|. æs - a ডক্তিসূচক _ } রামনিধি দাস দূরবীক্ষণিক سمپعمیمজ্ঞানোদয় । — চন্দ্রশেখর মুখোপাধ্যায় জ্ঞানদর্শন – | স্ত্রপতি মুখোপাধ্যায় কাশীবার্তা প্রকাশিক _ | কাশীদাস মিন্ত্র মেদিনীপুর ও হিজলী ৷ ” ১৮৫২ | এচ, ভি, বেগী, সি, এস। গাজিয়েন ፰ বিবিধার্থ সংগ্ৰহ – | রাজেন্দ্রলাল মিত্র জ্ঞানারুণোদয় – | কেশবচক্র কৰ্ম্মকার সুলভ পত্রিকা — | তারানাথ দত্ত । উক্লিখিত তালিক হইতে পাঠক দেখিতে পাইবেন-১৮১৬ খৃঃ অন্ধ হইতে ১৮৫৩ খ্ৰীঃ অন্ধ পৰ্য্যন্ত ৩৭ বৎসরের মধ্যে কতগুলি সংবাদপত্র, এই কলিকাতা শহরে ও উপকণ্ঠের নানাস্থানে মুদ্রিত ও প্রকাশিত হইয়াছিল। ইহাদের মধ্যে লেদ আনা পরিমাণ সংবাদপত্র, অতি স্বল্পকাল স্থায়ী হয়। উক্ত তালিকা ইতে প্রমাণ হইতেছে, কেবল বাঙ্গালী সম্পাদক নহে, জনকয়েক পায়। সাহেবও কয়েকখানি বাঙ্গলা কাগজ বাহির করিয়াছিলেন। এই দলের মধ্যে একজন সিভিলিয়ানও আছেন। সেকালের কাগজগুলির কিরূপ