পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। b"ఫిఫ్త్ প্রথমে Standing-Counsel grow I onto নয়, চুরি চারিবার উমেশ্চন্দ্র এই পদে নিযুক্ত হইয়াছিলেন। গবর্ণমেন্ট দুইবার তাহাকে হাইকোর্টের জজের পদ দিতে চাহিয়াছিলেন। কিন্তু উমেশ্চঙ্গ, তাহা বিনয়ে প্রত্যাখ্যান করেন। উমেশ্চন্দ্র, দ্যাশান্তাল-কংগ্রেস বা জাতীয় মহাসমিতির একজন পৃষ্ঠপোষক ছিলেন । ইহার স্থায়িত্ব জস্ত, তিনি বিলাতে গিয়া প্রচুর অর্থ ব্যয় করিয়াছিলেন। বিলাতের “ইণ্ডিয়া" কাগজের গুড়ও যথেষ্ট অর্থ ব্যয় করেন। কয়েকবার ইনি জাতীয় মহাসমিতির সভাপতিত্বও করিয়াছিলেন । ১৯৪২ খ্ৰীঃ আবে উমেশ্চত্র, ভারতবর্ষ ভাগ করিয়া শরীরের অসুস্থত বশতঃ ইংলণ্ডে গমন করেন । লগুনের সান্নিধ্যে “ক্রয়ডেনে" খিদিরপুর-হাউস নামধেয় এক প্রাসাদতুল্য বাটতে উমেশ্চন্দ্র বিলাতে থাকিতেন । এবাটী তাহার নিজের সম্পত্তি । বিলাতে গিয়া তিনি প্রিতি-কেন্সিলে প্রাকৃটিস আরম্ভ করেন। পসারও খুব জাকিয়াছিল। তৎপরে পালর্ণমেণ্টের সদস্য হইবার জন্তু চেষ্টা করেন। কিন্তু এ সময়ে চক্ষুরোগে আক্রাস্ত হওয়ায়, তাহাকে কৰ্ম্মময় জীবন হইতে অবসর লইতে হয়। ১৯০৬ খ্ৰীঃ অন্ধ ২১ জুলাই, বিলাতের এই খিদিরপুরহাউসেই” ইহার দেহত্যাগ হয়। বাহিরে সাহেবী ভাবাপন্ন হইলেও উমেশ্চন্দ্র অস্তরে খাটি বাঙ্গালী ছিলেন। তাহার স্থায় প্রকৃত স্বদেশ হিতৈষী খুব কম জন্মিয়াছে। ইহার জ্যেষ্ঠ পুত্র মিঃ সেলি বোনার্জি এখন হাইকোটের রিসিভার । অন্যতম পুত্র আর, সি, বোনার্জি হাইকোটে বারিষ্টারি করিতেছেন । দেওয়ান কৃষ্ণরাম বসুর স্ত্রীট । দয়ারাম বসু—পলাশী আমলের লোক। নবাব কর্তৃক কলিকাতা সুন্ঠনের পর যে ক্ষতিপূরণের টাক, কলিকাতার অধিবাসীদের মধ্যে বিতারিত হইয়াছিল,—তাহ সুসম্পন্ন করিবার জন্য, কয়েকজন বাঙ্গালী কমিশনার নিযুক্ত হন। দয়ারাম বস্তু-ইহঁাদের অন্যতম। ইহার বংশোদ্ভুত দেওয়ান কৃষ্ণরাম বসুর নাম হইতেই উল্লিখিত পথের নামকরণ হইমাছে । ১৭৩৩ খ্ৰীঃ অব্দে দেওয়ান কৃষ্ণরামের জন্ম হয়। কৃষ্ণরাম লবণের ব্যবসায়ে যথেষ্ট ধনশালী হইয় উঠেন । ভবিষ্যতে ইনি মাসিক श्रै दांछोब्र प्लाको cबठान श्णनौब्र cनसम्नान निबूङ श्न। ब्रिाख्रब्र দন্তরের সময়, দেওয়ান কৃষ্ণরাম লাখ টাকার, চাউল বিতরণ করি।