পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। tుeళ রক অভিধান, তাহার প্রধান কীৰ্ত্তিস্তম্ভ। রাজা রাধাকাৰ বাহাম্বর qণতিত, ৰিদোৎসাহী ও গোড়া হিন্দু ছিলেন। তাছার সময়ে, তিনিই ন্যস্থসমাজের নেতা ছিলেন একথা বলিলেও অত্যুক্তি হয় না। রাজা নমোহন রায়ের তিনি ঘোর প্রতিযোগী ছিলেন। রামমোহন একদিকে aান ব্রাহ্মধর্মের উদারমত প্রচারে মহোদ্যোগী-অন্যদিকে স্যর রাধাকান্ত লেনি উহার প্রতিদ্বন্দীরূপে, হিন্দুসভার পরিচালনা করিয়া প্রতিযোগিতা করিয়াছিলেন। রাজা রাধাকণস্ত দেব জীবনের শেষ অবস্থায় বৃন্দাবনে বাস করেন ও সেইখানেই তাহার দেহত্যাগ হয়। সীতারাম ঘোষের বেহালা-বড়িষার-ঘোষ-পরিবারের আদিপুরুষ এই সীতারাম ঘোৰ । ডায়ার পুত্র অভয়চরণ ঘোষ। তাহার পৌত্র স্বনামপ্রসিদ্ধ হরচন্দ্র ঘোষ। হরtধ ঘোষই –ছোট আদালতের প্রথম বাঙ্গালী-জজ। এখনও হরচত্রের একট গ্রন্তরমূৰ্ত্তি (Bust) ছোট আদালতের প্রবেশদ্বারে বর্তমান । বেহালা-শরগুন। ও বড়িশায়, ইহঁাদের অনেক জমীজমা ও জমীদারী আছে। ডায়মণ্ডহারবার রোডের ধারে-রাজা মাণিকচাদের গড়খাদ করা যে স্ববৃহৎ বাগান ছিল, তাহা পরে হরচন্দ্রের পুত্র-প্রতাপচন্দ্রের দখলে আসে। এখন এই স্ববৃহৎ উদ্যানের সমস্ত অংশ-বেহালার ধনাঢ্য-জমীদার স্বৰ্গীয় রায় বাহাদুর অম্বিকাচরণ রায়ের সম্পত্তি-ভুক্ত। রায় অম্বিকাচরণের উপযুক্ত পুত্র, অনারেবল সুরেন্দ্রনাথ রায়, হাইকোর্টের একজন প্রসিদ্ধ উকীল, সাউথমুবাৰ্বন-মিউনিসিপ্যালিটার চেয়ারম্যান ও বঙ্গেশ্বর লর্ড কারমাইকেলের মন্ত্ৰণী-সভার একজন সদস্য ৷ * শোভারাম বসাকের স্ত্রীট ও লেন । শোভারাম বসাক, পলাশী-আমলের একজন বিখ্যাত ধনী ও ব্যবসারী। এই শেঠ ও বসকগণ কলিকাতার আদিম অধিবাসী। সৰ্ব্ব প্রথমে ইহার সপ্তগ্রাম হইতে আসিয়া, জঙ্গল কাটাইয়া, স্বভালুট ও গোবিন্দপুরে বসবাস করেন। ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর সহিত মুতার ও কার্পাস-শিল্পের ব্যবসায়ে, শেঠ ও বসাকগণ প্রচুর ধনসঞ্চয় করেন। জনপ্রবাদ এই হলওয়েল সাহেব, শ্যামবাজারের নাম এক সময়ে চালর্স-বাজারে পরিবর্তিত করিয়াছিলেন। কিন্তু শোভারাম চেষ্টা করিয়া, তাছার নিকট আত্মীয় শ্যাম্ব-কলাকের