পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

آیسس: هدهد আরল লিটন—(জন্ম | "לצ ১৮৯১ খ: ) ইনি ১৮৭৬ হইতে ১৮৮০ খ, অব্দ পর্যাস্ত ভাইসরয় ও গবর্ণর-জেনারেল ছিলেন । ইহঁীর আমলে ১৮৮০ খঃ অব্দের ১লা জানুয়ারী, মহারাণী ভিক্টেরিয়া“ভারত-সাম্রাজ্ঞী" উপাধি গ্রহণ করেন। এজন্ত দিল্লীতে একটী মহা-দরবার হইয়াছিল । ইহাই দিল্লীর প্রথম রাজস্বয়-দরবার । ১৯। আরল অফ নর্থব্রুক—লর্ড নৰ্থব্লকের একট প্রস্তরমূৰ্ত্তি, হাইকোর্টের ঠিক সম্মুখেই অবস্থিত। ১৮৭৩ খ, অব্দ হইতে ১৮৭৬ খ, অব্দ পয্যন্ত, লর্ড নর্থব্রুক বড়লাট সাহেবের পদে নিয়োজিত ছিলেন। ইহঁর আমলে আমাদের ভূতপূৰ্ব্ব সৰ্ব্বজন প্রিয় সম্রাট, সপ্তম এডওয়ার্ড, প্রিন্স অব ওয়েলস রূপে ভারত-ভ্রমণে আসেন। সে সময়ের মহোৎসবের বাণ পায়, এখনও আমাদের স্মৃতিপটে জাগরুক । ( প্রথম ও দ্বিতীয়-ফ্লোরের মধ্যে ) ২০। গবর্ণর জন্‌ জেফানিয়া হলওয়েল। ইনি কলিকাতার জমাদার বা কলেক্টর ছিলেবু। পরে গবর্ণর হন । নবাক সেরাজউদৌলা, কলিকাতা আক্রমণ করিলে, হলওয়েল কিরূপ অসমসাহসের সহিত, কলিকাতাদুর্গ রক্ষা করিয়াছিলেন, তাহ ইতিহাসের পৃষ্ঠায় বর্ণিত। কুমারটুলির গোবিন্দরাম মিত্র, এই হলওয়েলের সহকারী বা ডেপুটী-জমীদার ছিলেন। Co-st&#x I (Breakfast Room.) ২১। মাকুইস অব ডেলহাউসি—(জন্ম ১৮১২ খ -মৃত্যু ১৮৬• খ:) ইনি গবর্ণর জেনােরলের পদে পঞ্চবিংশ অধ্যায়। ' boዓ¢ ছবির নাম ও সংক্ষিপ্ত চিত্রকরের নাম ও পরিচয় । অন্যাঙ্ক মন্তব্য । (ফাষ্ট্র-ফ্লোর । ) সাগর জে, ই, মিলেইসের তৈলচিত্রের নকল । উৰু আউলেস। জোফণনী নামক বিখ্যাত চিত্রকর । স্যর জে, ডয়ু, গর্ডন।