কলিকুতুহল। సె& বিবিধ ভাষায় নিজে সুশিক্ষিত হয়ে । রাজপ্রিয় হইলেন এই ভুবলয়ে । আপনিও রাজখ্যাতি করি আলম্বন । কলি অনুকুলে বহু করিল যতন। কলি প্রতি ষেই স্থান দিল পরীক্ষিৎ । তার অগ্রগণ্য। হয় সকল ঘোষিৎ । তাদিগের ব্যভিচার বিপুল করিতে। কেলিন্য মৰ্য্যাদা যাহা স্থাপে পৃথিবীতে। তাহে বিপরীত ফল হুইল ঘটম । এক নরসঙ্গে মরে বহু নারীগণ । ইহাতেই ভয়াকুল হয়ে কলি অতি । কোঙ্কবেঙ্কভূপতির ফিরাইল মতি। অতএব নবীন মহাত্মা নৃপবর । সতীহত্য নিবারণে হন যত্নপর। মোহচরগণ সহ পরামর্ষ করি। উঠাইল সতীহত্যা ভারত ভিতরি। বিধবার পুনশ্চ বিবাহ ষাতে হয় । এৰূপ আকাঙ্ক্ষা তার ছিল অতিশয় ॥ কিন্তু কোনক্রমে তাহ সিন্ধান কইল । মনের বেদন ঠার মনেতে রহিল। ভধাচ তাহাতে তিনি ক্ষান্ত না হইয়া । স্থাপিলেন সভা এক উপায় চিন্তিম । যাহার প্রসাদে কালে সব প্রজাগণ । ক্রমেতে হইবে কলিআজ্ঞাপরায়ণ ৷ পূৰ্ব্বহৈতে শিবমাজ্ঞা আছে কলিপ্রতি । শুভ ন হইবে বিষ্ণু না তেজিলে ক্ষিতি ৷ কলিতে অযুত বর্ষপৰ্য্যন্ত ঐহরি। পৃথিবীতে থাকি পরে করিব শ্ৰীহরি। অতএব সুষ্ঠৰূপে যাতে এই কাষ । সিদ্ধ হয় সে ষত্ব করিব কলিরাজ । সেই আজ্ঞা অনুসারে কলিযুগ
পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১০০
অবয়ব