পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরস্বতী নদী পূৰ্ব্ববাহিনী যথায়। পাণ্ডুকুলচুড়ামণি উত্তরে তখায় ॥ " দেখেন আশ্চর্য্য এক সেখানে নৃপতি । গাৰীৰূপ ধারণ করেছে বসুমতী ॥ বৃষৰূপী ধৰ্ম্ম পাদস্ত্রয়েতে অঙ্কিত। এক পদে ধরাপাশে হয়ে সমাগত দেখেন তাহারের অতি বিষন্নবদন । বৎসস্থার গাবীমত পূর্ণাশ্রনয়ন। জিজ্ঞাসা করেন ধৰ্ম্ম বৃষৰূপধারী। কিহেতু মা তব নেত্ৰে বহে উষ্ণ বারি। কি তব হয়েছে বল অন্তরে বেদন । হয়েছ গো কেন এত মলিনবদন ॥ কি নিমিত্ত শোক তব হয়েছে উদয় । জিজ্ঞাসি তোমারে তাহ বল সমুদয় । আমারে দেখিয়া কি মা পাদক্রয়হীন। তোমার স্বৰূপ এত হয়েছে। মলিন । কিম্ব বৃযলেতে ভোগ করিবে তোমারে। এহেতু রোদন করিতেছ বারে২ | অথবা আযজ্ঞভাগ-প্রাপ্ত দেব দলে ভাবিয়া তোমার বক্ষঃ ভাসে নেত্রজলে । কলিতে হইবে শুদ্ৰ-ভোগ্য বেদধ্বনি এলাগি ক্ৰন্দন নাকি কর গো জননি । কিম্ব অধৰ্ম্মেতে রত হবে জীবলোক। তাহার কারণে তব হইয়াছে শোক। কহু মাত কিবা তব ব্যাধির নিদান। যাহা নিরখিয়া মমবিদারছে প্রাণ ॥ ধরণী কহেন ধৰ্ম্ম জানহ সকলি। তব পদত্রয় ভগ্ন করিল যে কলি যার আগমনে হরি মৃলোক তেজিয়া । স্বলোকে গেলেন মোরে অনাখা করিয়া অলৌকিক গুণগণ র্যার সমুদয় ।