পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રક્ત কলিকুতুহল। হারাও দুকুল । ভ্রান্তি তেজি সত্যধৰ্ম্মে হও অনুকুল ৷ আমি তোমসেবে যাহা করি উপদেশ । গ্রহণ করিলে তাহ বিনাশিবে ক্লেশ ৷ এই মহাধৰ্ম্ম হয় সকলের সার । ইহাতে অম্লতা আছে তোমা সবাকাঞ্চু" ইহা কহি অহত বলিয়। তার প্যাতি ৷ হইল জগতে যাহে মুগ্ধ দৈত্য জাতি । বিষ্ণুমায় প্রভাবেতে সেই দৈত্যগণ । শ্রদ্ধা করি তার বাকা করিল গ্রহণ ৷ তবে কম্লিছেন সে সবারে ভগবান ! শুনহ পরম ধৰ্ম্ম হয়ে সাবধান ৷ স্ত্রীবঃজীব আত্রব সম্বর ও নির্জর । বন্ধ মোক্ষ এই সপ্ত পদার্থ প্রবর ৷ এই সংসারেতে হয় যে কোন ঘটন। তাহাতে জীবাদি সগঞ্জ পদার্থ কারণ ॥ জীব বলি তারে যে জ্ঞানাধি গুণবান । সাবয়ব সহমর্থ কান্ন পরিমাণ ॥ অজীব তাঙ্কার ভোগ্য সামগ্ৰী সকল । আসুব ইন্দ্রিয়গণ জানিবে কেবল যাহাতে আবৃত করে বিবেকাদি ধৰ্ম্ম ! অবিবেকপ্রভৃতি সম্বর শব্দ মৰ্ম্ম কামক্রোধপ্রভৃতিত্বে কহিয়ে নিৰ্জ্জর । বন্ধ মোক্ষ বিবরণ শুন অতঃপর পাপপুণ্য হেতু জন্ম মরণ প্রবাহ। বন্ধশব্দে এই অর্থ হয় মুনির্বাহ ॥ যারে পাপ কহি তাহ করহ শ্রবণ । যাতে হয় জ্ঞানবীৰ্য্য সুখ বিনাশন এরূপ যে কোন কৰ্ম্ম তারে পাপ কয় | জ্ঞানাদি প্রকাশে যাতে সেই পুণ্য হয়। পাপপুণ্যে ঘটে জন্ম মরণ প্রবৃত্তি ! তার