পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6:8 কলিকুতুহল। . কটে করেছিল সুপ্রবেশ ৷ সেইৰূপ এই রশি কান দেব হবে। অস্থর কিন্নর কেব৷ আসিস হ ভঙ্গুে নতুবা হইবে ভূতযোনি এই জন - ফানি ইস্থারে করা না হয় শাসন ॥ আগেতে জিজ্ঞাসা করি কেবা এই হয়। পশ্চাতে করিব যাহ! বুঝিব নিশ্চয় এত চিন্তি জিজ্ঞাসা করেন নৃপবর। কে তুমি আমার বেশে পালঙ্কউপর। দেব উপদেব কিম্বা গন্ধৰ্ব্ব নিব । রক্ষস পিশাচ যক্ষ অথবা মানব ৷ কপটে মহিষীপুরে করি প্রবেশন ! কিহেতু করিলে তার ধৰ্ম্ম বিনাশন শুনিয়া ভাবিছে কলি মানিয়া শংসয় ; নিজপরিচয় দেওয়৷ এবে যোগ্য নয় ৷ তাহে যদি ভয় পেয়ে বিনাশে সন্তান ; তবে না হইবে মম কার্য্য সমাধান । অতএব অন্যৰূপে দিব পরি - চয় । মাছাতে রাজার মন ক্ষুব্ধ নাহি হয় ৷ এত চিন্তি কহে কলি শুনহ রাজন। ব্ৰহ্মপুত্ৰ নদ আমি নহি অন্য জন ॥ তব মহিষীর রূপ লাবণ্য হেরিয়া । আসিয়াছি আমি তব স্বৰূপ ধরিয়া ॥ ক্রোধ তেজ মহারাজ নহ ক্ষুন্নাশয় । ইহার গৰ্ত্তেতে তৰ হইবে তনয় ! ৰূপে গুণে পরিপূর্ণ পরম সুধীর। তাহার উদয়ে মুখ হবে পৃথিবীর। যুষিবে পুত্রের যশঃ তব ত্রিলোকিতে । দুঃখ নাহি ভাব রাজা কিছুমাত্র চিতে। ইহা বলি কলি তথা হৈল অন্তধন । স্থপতি করিল ক্রোধভাব সমাধান। ক্রমশঃ হইল পূর্ণ সে