পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ কলিকুতুহল। মদ্যমাংস খায়, তথাপিও জনেই ৷ বলি নীচ ক্ষুদ্র, নাহি ছোন শুদ্র, শুড়ি বুঝি শূদ্র নয় । সেই সে সবার, প্রবেশি আগার, সুখে মদ্যপান হয়। অধিল, উৎপাত, তে ফেরেঙ্গ পাত, সি কাৰে পুস। করে। দেখি সে আচার, মনে নাহি কার, অনিবার রাগ ধরে ৷ মত্ত হয়ে মদে, নিজ জায়াপদে, পুষ্প দেয় ইষ্টজ্ঞানে । যাতে করে রতি, তারে মৃঢ়মতি, মাতৃতুল্য মনে মানে ॥ নিজে পশু ষেই, পশুবধে সেই, দ্বিধ পশু ন! রাথিতে । সাধু শান্তগণে, পশু বলি গণে, তাই দ্বেষ করি চিতে ॥ এৰূপে সকলে, নানা দলে২, নিন্দ করে পরস্পর । দ্বিজ কবি কহে, দেবতা কলহৈ, মত্ত হৈল চরাচর } অথ শাক্ত বৈষ্ণবের কলহ । গদা ! কোন সময়ে এক ভট্টাচার্য্য প্রাতঃকালে গাত্ৰোথান করিয়া প্রাতঃসন্ধ্যাদি সমাধানপূর্বক ললাটােপরি পরিস্কৃত গঙ্গামৃত্তিকানিৰ্ম্মিত বিস্তৃত ত্রিগুধারণ এবং হস্তে আরক্ত জবা কুসুম ও বিল্পপাত্রাদি দ্বার অৰ্দ্ধপূর্ণ পুষ্পভাজন গ্রহণপুরঃসর মুখে “কালী