পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጎby কলিকুতুহল। মস্তকে করিয়া নানাবিধ প্রাণির আসনস্বৰূপ এই ভূমণ্ডল বচন করেন তিনি যে তোদিগের দেবতার আসন বহিবেন ষ্টক বিচিত্র কি ? কেননা তিনি যাছাকে না বহন করেন সে কি লবনিমেষকাল স্থিতি করিতে পারে ? ইহাতেই বুঝিবি যে আমাদিগের প্রভু যতক্ষণ তোদিগের দেবতাকে ধারণ করিয়া আছেন ততক্ষণই সে আছে, নতুবা তিনি ছেড়েদিলে t সে এতদিন কোথায় রসাতলে যাইত তাছা কি তোরা দেখিতে পাইতিস্ ? না, তাহার দোহাই দিয়া এইভাবে মদ খাইয়া বেড়াইতে পারিতিস ? বিশেষতঃ লোকে বলে জাতির মরা জাতিতেই বছে অতএব দেবতার মর দেবতঃভিন্ন আর কে বহিবে ? এইৰূপ শাক্ত ভট্টাচার্য ও বৈষ্ণব উভয়ে কিয়ৎকাল বাদানুবাদকরুত পরস্পর রাগান্ধ চুইয়। দুই জনে ঘোরতর সংগ্রাম আরম্ভ করিল ও ঐ প্রকার নানা উপাসকেরা পরস্পর বিবাদ করিতে লাগিল । বস্তুতঃ কি কালের মহিমা ! যদ্বারা মুগ্ধ হইয়াউপাসনা ভেদে নানা মূৰ্ত্তিধারি এক পরমেশ্বরের পরস্পর দ্বেষ আরম্ভ করিয়া পাপপঙ্কে সংসার নিমগ্ন করিতে উদ্যত ছইল।