পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । 較 যদুবংশে-বজ্রনাভ, কুরু-জন্মেজয়, কলির অারস্তে রাজা যুবা দুইজন, যা’ও কিছু ইহাদের রাজ্যের সময় আর্য্যজ্ঞান-প্রভাবের ছিল নিদর্শন । গৌরব-ররির অস্ত ইহাদের সনে ;

  • .—মুনি-ঋষি সকলে হ’লেন অন্তৰ্দ্ধান ! আলো তার না রকিল ভারত-গগনে,

অন্ধকারে ঢাকিল দেশের সর্ববস্থান । বহুদিন তিমিরেতে মুখ লুকাইয়ে, 識 ঘৃণিত, অপরিচিত, অজ্ঞাত জগতে, কষ্টের সাগরে ভাসি অভাগিনী হ’য়ে যাপিল ভারত কাল দুঃখেতে-শোকেতে । পরে ধৰ্ম্মবীর শাক্য হ’য়ে আবিভূতি —সুসাম্যাবতার বুদ্ধ অবতার-শেষ, মহাজ্ঞান প্রচারিল অতীব অস্তুত, ভারতের খ্যাতি ব্যাপ্ত হ’ল বহুদেশ । সভ্য-পৃথিবীর অৰ্দ্ধলোক শিষ্য হ’ল । , ভারত উঠিল পুনঃ সাম্রাজ্য-গৌরবে— অশোকের জয়ডঙ্কা চৌদিকে বাজিল, —অদ্যাপি র্যাহার যশ ঘোষিত এ ভৰে । বৌদ্ধ-যুগে ভারতের যেরূপ উন্নতি কলিতে তেমন আর হওয়া অসম্ভব,—