পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । * নির্ববাণ-উন্মুখ-দীপ জ্বলে কতক্ষণ ? মুমূষু ভেষজবলে বঁাচে কয় দিন ? আবার তাধার আসি’ দিল দরশন, ভারত-গৌরব-রবি পুনঃ তেজোহীন । সেহিম-জ্ঞানের সার বিস্মৃত হইয়।

  • .নানাজনে নানামত করিল প্রচার,

শঙ্করের শাস্ত্র এবে বিকৃত করিয়া আরম্ভিল কত লোক কত তাত্যাচার । দেীরাত্ম্যের কথা আর কি বলিব হায় ! • সোহম-বাক্যের অর্থ কিরূপ হইল,— অসৎ কৰ্ম্মেতে কিছু নাহি প্রত্যবায়, ধৰ্ম্মাধৰ্ম্ম, পরকাল-ভয় না রহিল । মূঢ়েরা ভাবিল, “যদি আমরা ঈশ্বর” —“সোহমের দ্বারা বল আর কি বুঝা’বে ?” “প্রভেদ কিছুই নাই বিশ্ব-বিশ্বেশ্বর,” “যাহা কিছু করি সব ঈশ্বরে বৰ্ত্তিৰে ।” এই মহাভ্রমে পড়ি’ ভারতবাসীরা জ্ঞানেতে হইল অবনত দিন দিন, মোহ-অন্ধকার-ঘোরে হ’ল দিশহারা, مهr বিহবল-বিমূঢ়মতি-বিবেকবিহীন । যে জন্তেতে মহাজ্ঞানী শঙ্কর-সুজন বিকৃত বৌদ্ধের গর্ব খৰ্ব্বিত করিল