বিষয়বস্তুতে চলুন

পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

きや কলিযুগ । এস যাই মিলে সবাই, আনন্দে ধাই স্বগ পানে হরি ব’লে এই সময়েতে এক দরিদ্র ব্রাহ্মণ উদিলেন বঙ্গভূমে মহা তপোধন। পবিত্র জীবন তা’র সুগভীর প্রেম ; কেশবের সঙ্গে যোগ যেন মণি-হেম । জগত হৃদয়ে তা’র সমদশী-ভাব জ্ঞান-ভক্তি একাধারে অপূর্ব-প্রভাব । ইহসরবস্ববাদী মুগ্ধ বাবুগণ বহু আসি ধরিলেন র্তাহার চরণ । কেহ বা বৈরাগী হ’ল সংসার ত্যজিয়ে, কেহু গৃহস্থালী করে সন্যাসী হইয়ে ; কেহ তারে পূজে বলি পূর্ণ-ভগবান, কেহ বলে, নিঃসংশয় ধৰ্ম্ম মূৰ্ত্তিমান ; বিলাতী পণ্ডিতে বলে, মহাত্মা-প্রকৃত ; এইরূপে নানা- জনে হ’ল নানা-মত । যে যা’ বলে বলুক, তাহাতে কাজ নাই, দীনচেতা মোরা বলি,—অদ্ভুত গোসাই ; ছিলেন মহৎ তিনি ঈশ্বর-অাবেশে, অবতীর্ণ ভারতেতে বিধির আদেশে ।