পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । ᏄᏜ দশ টাকা-লোভে শিষ্য করে যা’কে তা’কে ? বুঝেছি, বুঝেছি তোমাদিগের মনন, এ’সেছ ভারতবর্ষ করিতে দোহন । আর কি এ পোড়া দেশে আছে রত্ন-মণি ? যা ছিল সব ল’য়ে গেছে আলা’দিন-খুনী । বাকী যাহা কিছু ছিল দশজনে নিল, সোণার-ভারত এবে শ্মশান হইল । তোমাদের আর কিছু বলিবার নাই, করযোড়ে শুদুমাত্র এই ভিক্ষা চাই,— ঘা’কিছু লয়েছ ফিরে দাও বা না দাও, সুঃখিনা ভারতে ছাড়ি দেশে চলে যাও । কেহ বলে : (দে’খে) কেঁ’দে ভারতমাতা কয়, আর নাহি সহ্য হয় মূৰ্খ সস্তানেল অত্যাচার । সহিয়াছি অগণন নানাবিধ উৎপীড়ন ; (কত) কুপুত্র পীড়ন সব আর ? • প্রভাস সোমনাথে আবাল-বৃদ্ধ-বণিত ছদ্ধান্ত लूॐनকারী মামুদ গজনবীকে আলাউদ্দিন-খুনা বলিয়া থাকে।