পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । b"。 আমার আর কিছু নাই সব বিদেশীর ঠাই তবু ধৰ্ম্ম ল’য়ে আছি সুখে । কেমনে পাষণ্ড হ’য়ে, শরমের মাথা খে’য়ে দিতে চা’স তা’ও মেচ্ছ-হাতে ? ধিক্ । ধিক্ ! শত ধিক্ । আমার কপালে ধিক্‌ ! আর বৃথা বঁচি এ জগতে । গাণপত্য, সৌর, শাক্ত, শৈব, রাম-কৃষ্ণ-ভক্ত,-- নামে সব মন উঠিল না ; (শেষে) ভাস্কি-ভক্ত নাম ধ’রে অতি-প্রফুল্ল-অন্তরে স্নেচ্ছের করিলি উপাসনা । এত আৰ্য্য-আচার্য্যেতে পারিল না কি বুঝাতে ? বিধৰ্ম্মী নারীর শিষ্য হ’লি ; অনার্যা-পদ পূজিতে লজ্জা কি হ’ল না চিতে ? ডুবিলি, আর আমারে ডুবা’লি