পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ | { ভারত হইল কৃষ্ণরবি-তেজোহীন আর না উদিবে হেন প্রভাময় ভানু ! কৃষ্ণের লীলার শেষ প্রভাস তীর্থেতে, যদুকুল ধ্বংস করি হিরণ্যার তীরে । সেই শোকে বলদেব দেব-স্বরগেতেঃ যোগাসনে ত্যজিলেন নশ্বর শরীরে । হায় । সে দারুণ কাণ্ড মনে হ’লে পরে, সেই ভয়ানক স্থান নয়নে হেরিলে পাষাণ-হৃদয় দ্বিধ হইয়ে বিদরে শোকে কা’র বক্ষ নাহি ভাসে অশ্রুজলে ? যদুকুল শোণিতে হিরণ্যা প্রবাহিত, একথা যখন ভাবে দর্শক ভাবুক, --সেই প্রান্তরেতে কোটিবার সমাহিত— বৃত্তান্ত স্মরিয়ে তা’র ফেটে যায় বুক ।

  • প্রভাস বা সোমতীর্থ, সোমনাথ ও ভেরাওয়ল-বদর খুব কাছাকাছি । হিরণা নাম্নী একটী ক্ষুদ্র নদী প্রভাস-যজ্ঞ-স্থলের নিম্ন দিয়া প্রবাহিতা । সেই নদীতীরে কয়েকট বৃক্ষের মাঝে এক খানি বড় প্রস্তরাসন রক্ষিত । পাণ্ডারা বলেন, উহারই উপরে বসিয়া বলরাম দেহত্যাগ করিয়াছিলেন । উক্ত স্থানকে দেবস্বর্গ বলে । যে নিম্ববৃক্ষতলে শ্রীকৃষ্ণের দেহান্ত হয়, তাছাও অদ্যাপি দণ্ডায়মান বলিয়া একটী গাছ প্রদর্শিত হইয়া থাকে । এরূপ দোকানদারী ও জলসাজী প্রায় সকল প্রাচীন তপস্থানেই দেখিতে পাওয়া যায় । 競