পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । ዡጭ. মহামনা দয়াময়ী ব্লাভাস্কি-রমণী, সহিলেন কত উপদ্রব, কত বা যন্ত্রণা, শত্ৰু-মিত্র উভয়ের হাতে, নাহিক গণনা । অবশেষে ইঙ্গভূমে ত্যজিলেন তনু । বিপক্ষ ভাবিল, বুঝি গেল থিয়সফি ; কিন্তু বিধির বিধানে হ’ল বিপরীত, বাড়িল বিক্রম, তেজ, প্রভাব, প্রচার । উপযুক্ত-শিষ্যা-হস্তে ভার সমপিয়ে গে’লেন অমরধামে অাশা দিয়ে সবে,— শীয় ফিরিবেন কাৰ্য্যক্ষেত্রে দশগুণ শকতি সঙ্গেতে, ধরাধামে জয়যুক্ত হ’লে থিয়সফি পরমেশ্বর-অাদেশে । র্তা’র পথ-পানে চেয়ে আছি মোরা সবে, কবে আসিবেন ল’য়ে শত-মাতঙ্গের বল । এ এক নুতন যুগ ভারতে উদয় বৈষ্ণবী-বেসান্ত-দেবী-সনে অদ্ভুত জীবন তা’র বিচিত্রতাময় সুখ-দুঃখ-ভোগ-অগণনে । যত দুঃখ তত সুখ, বিধির বিধান সৰ্ব্বদ সৰ্ব্বথা প্রচারিত.