পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । সরলতা নিষ্ঠা-প্রেম-দয়। মুৰ্ত্তিমতী, পবিত্রতা হৃদয়-ভূষণ পরদুঃখকাতরা সৰ্ব্বদা পুণ্যবতী, ব্যস্ত নিবারণে উৎপীড়ন । এ হেন মহোচ্চ-জীব ভারতে উদয়, আমাদের বড় ভাগ্য বল ; পুনরায় সনাতন-ধৰ্ম্ম-অভু্যদয় বেসান্তের চেষ্টাতে কেবল । প্রতাচ্য-বিজ্ঞান হার প্রাচ্য দরশন, 3. বুৎপন্ন সম্যক উভয়েতে । তা’না হলে ভারতবাসীর প্রাণ মন কেন বল মজিবে ইহাতে ? তার্য্য-ধৰ্ম্ম-ভাবের উদ্ধার অতীব যতনে করি’চেন দেবী-মহামতি ; এরূপ জীবেরে বল আমরা কেমনে না করিব অশেষ ভকতি ? সৰলে করিয়া ছিন্ন নাস্তিকতা-পাশ যে বিশ্ব{স হৃদয়ে উদিত, . তাহার প্রতাপ-প্রভা অতুল-বিকাশ, । কত পাপী করে উদ্ধারিত । কি উদ্যম ! কি উৎসাহ ! কত বা প্রভাব ! সাধা, কা’র পরিমাণ করে ?