পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

፰ & • কল্পদ্রুম | fপ্রয়ে! তুমি আমার মনের ভাব ও শরীরের শোচনীয় অবস্থা বুঝিতে পারিতেছ না; তুাই এ সকল কথা কহিতেছ। তুমি যদি আর মুহূৰ্ত্তকাল আমার প্রতি নির্দNছুও, আমি তোমার চরণতলে প্রাণত্যাগ করিৰ । আমি যে কি দুঃসহ যন্ত্রণা ভোগ করিতেছি, তোমার যদি পরম্বদয়ে প্রবেশ করিবার ক্ষমতা থাকিত, তুমি তাহ নিঃসন্দেহ বুঝিতে পারিতে। তুমি কৃপা করিয়া আমার মনস্কাম পূর্ণ কর, বাম হইও না। বিধাতা তোমার আকৃতি কুমুম সুকুমার করিয়া নিৰ্ম্মাণ করিয়াছেন, কিন্তু তোমার হৃদয় এতকৈঠিন কেন ? তোমার এই অৰ্দ্ধচন্দ্র সদৃশ ললাট ফলক, এই পদ্মপলাশ তুল্য বিশাল নয়নদ্বয় এই ত্রিকুহুমম নাসিক, এই বিষ সদৃশ ওষ্ঠস্বয়, এই কুন্দ সম সুগঠিত ক্ষুদ্র দস্তাবলী আমাকে মুক্ত করিয়া তুলিয়াছে। তাহাতেই আমার ধৰ্ম্মাধৰ্ম্ম হিতাহিত ভাল মন্দ কোন জ্ঞান নাই।• পর দ্রব্য লুণ্ঠনে অধৰ্ম্ম-ভয় প্রদর্শন করিলে কিন্তু পরদ্রব্য লুণ্ঠন করাই আমাদের ধৰ্ম্ম । আমরা দস্থা। আমাদের ধৰ্ম্মাধৰ্ম্ম কি ? তোমাকে স্পষ্ট কথা কহিতেছি, তুমি যদি সহজে আমার মনস্কামনা পূর্ণনা কর, আমি বলপূৰ্ব্বক অভীষ্ট সাধন করিয়া লইব । তুমি যাহার আশয়ে আছ, সে এ ভূতলে নাই। বৃথা আশায় কেন চিরকাল কষ্ট পাইবে ? অামাকে ভজনা কর, অতুল মুখে সুখী হইবে । রাজ মহিষীরা যে মুখ সামগ্রী ভোগ করিতে না পান আমি তাহ তোমার কোকনদসদৃশ এই চরণোপান্তে উপনীত করিয়া দিব। তুমি বৃথা ভ্ৰমে পতিত হইয়া স্বয়ং কষ্ট পাইও না, আমাকেও কণ্ঠ দিও না । cब श्रोग्निई नब्राषभ ! छूहे ५१न७ क्राख् श्हेनि नि । आब्र पनि তুই এক পা অগ্রসর হুইবি, আমি এই গুহা ভিত্তিতে মস্তকাঘাত করিয়া প্রাণত্যাগ করিব, কোন ক্রমেই তোর অভীষ্টসিদ্ধি করিব না । তুই দমু অনেক অধৰ্ম্ম করিয়াছিস সত্য, আরো সেই পাপের সংখ্যা বৃদ্ধি করিয়া কেন অধিকতর নরকযন্ত্রণ ভোগ করিবি ? যে ব্যক্তি পাঁচটা পাপ করিয়াছে, তাহাকে যে ষষ্ঠ পাপ করিতেই হইবে, এ বিধি নহে। তুই যে আমাকে ভোগমুখের প্রলোভন দেখাইতেছিল; আমি ত তাহা তৃণ জ্ঞান করি। আমি যাহার নিমিত্ত এ শরীর রক্ষা করিতেছি, তিনি যদি লোকান্তর গমন করিয়া থাকেন, তাহার চরণপদ্ম ধ্যান করিয়া আমি জীবন যাপন করিব, তাহাও बाभांद्र श्लांघा । * ft - ९ - এই কথা কহিয়া স্ত্রীলোকটী অতি কাতর ও করুণস্বরে এই বলিয়া রোদন