পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন । Sな পতাকা উড়িতেছে । দেখিলে বোধ হয় যেন বন্দরে ইংরাজ, ওলন্দাজ ও ফরাসীদিগের বাণিজ্যতরীতে নিশান উড়িতেছে। ঘাটে - মহাগণ্ডগোল, কেহ পূজা করিতেছে, কেহ মাথা মুড়াইতেছে, কাফুলী বা পাণ্ডাদিগের সহিত দক্ষিণ লইয়া বচস ও সেই সঙ্গে হাতাহাতি হইবার যোগাড় হই তেছে, কাহারো বা হাত হইতে ভিক্ষুকগণ পয়সা কড়িয়া লইতেছে । পদ্মযোনি গোলের মধ্য দিয় জলের নিকট যাইয়া উপস্থিত হইলেন এবং আবার উচ্চ রবে “ গঙ্গে, পতিতপাবনী, এস মা, একবার আমার কনু গুলে এস মা " বলিষ্ট রেদিন আরম্ভ করিলেন । বরুণ । করেন কি ! শেষে কি আত্মপ্রকাশ করে বসবেন ? ভয় নাই, আমি যেখানে পারি তাহার সহিত আপনার সাক্ষাৎ করাইয়। দিব । নার। ওঁকে নিয়ে বড় মুদিল ইলে, যে আদাড়ে পাদড়ে পুলিম ফিরচে হয়তো পট করে ধরে নিয়ে গিয়ে পাগলা গারদে দেবে । এই সময় প্রামাণিক নিকটে অসিয়া খুর চোকাইতে লাগিল । ব্রহ্মা কহিলেন “ তোমরা একে একে মাথার চুল গুলো ফেলে দিয়া ডুব দিয়ে ফেল । ” • নারা । আমি মাথা কামাতে পারবো না । বহ্ম । কেষ্ণ বলিস কি ? মg্যের দেখে শুনে কি নাস্তিক ছলি ? তীর্থের যা ধৰ্ম্ম তা রাখ ? : -- নারা । আমি পারবে না, আপনি জ্যেষ্ঠ আছেন আপনি কামাইলে আমাদের হল । আমরা বরং দক্ষিণ স্বরূপ প্রামাণিককে কিছু ৯মূল্য ধরিয়া দিই । * তোমাদের খুসি হয় কর, ক্রমে ক্রমে হিছয়ানি সকলই গেল ! ” দয়া, ব্ৰহ্মা কামাইতে বসিলেন । গঙ্গার বিরহে তাছার ছনয়নে ঝর ঝর পড়িতে লাগিল । এই সময় পূৰ্ব্ব পরিচিত পাদরি সাহেব স্বদলে পিতামহের নিকট আসিয়া “ বুড়া, টুমি গঙ্গা গঙ্গা বলিয়া কাডিটেছে । কি পরিটাপ ! জল হইয়া কথন ডেথ। ডিটে পারে ? ” বলিয়া, চলিয়া যাইল । ইন্দ্র। বরুণ, ঐ কাদায় পড়ে একটা প্রকাও মূৰ্ত্তি কি ? আর কাদাতেই বা পড়ে কেন ? * বরুণ। উহা হনুমানের প্রতিমূৰ্ত্তি। বোধ হয় হনুমানের মনে মনে অস্থ