পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুসমাজের বর্তমান শোচনীয় অবস্থার কারণ কি ? ৫৫৯ উহাতে কত লোকের মাথামুও ঘুরিয়া গিয়াছে। যদি স্বদেশের উন্নতি চাও ভারতের যদি শ্ৰীসাধন করিতে ইচ্ছা থাকে, অধ্যবসায় সহকারে সকল বিষয়ের তত্ত্ব অনুসন্ধান কর-তোমার মুখ উজ্জ্বল হইবে, তোমার মাতৃভূমি ভারতের কোল আলো হইবে। স্ত্রীরঙ্গলাল মুখোপাধ্যায়—রাহুত । হিন্দুসমাজের বর্তমান শোচনীয় অবস্থার কারণ কি ? সামাজিক । প্রকৃত স্ত্রীস্বাধীনতা । কাল সহকারে হিন্দুসমাজে সবই অভিনব ভাব ধারণ করিয়াছে। যে দিকে দৃষ্টিপাত করা যায়, সেই দিকেই কোন না কোন পরিবর্তনের চিহ্ল লক্ষিত হইয়া থাকে । আজকালকার শিক্ষা গুণে পুরাতনে অনেকেরই আন্তরিক অশ্রদ্ধা ও অরুচি জন্মিয়াছে । পুরাতন ভাব, পুরাতন শিক্ষা, পুরাতন অবস্থার পরিবর্তন করাই যেন একপ্রকার ব্রত হইয়া উঠিয়াছে । আমরা শুভ পরিবর্তনের বিরোধী নহি । স্বভাব পরিবর্তন-প্রবণ । মানবপ্রকৃতি পৰ্য্যালোচনা করিলে প্রতীতি হইবে, যে বাল্যাবস্থাবধি বৃদ্ধাবস্থা পৰ্য্যন্ত সমস্ত জীবনট একটা পরিবর্তনপূর্ণ শৃঙ্খল বিশেষ। শিশুর সুকোমল বিনয় ও সরলতা, যুবার অাশা ও উদ্যমশীলতা, প্রৌঢ়ের সাহস ও কম্মিষ্ঠত, এবং বৃদ্ধের স্থৈৰ্য্য ও পরিণামদৰ্শিতার মধ্যে স্বধৃঢ় যোগ দেখিতে পাওয়া যায়। এই যোগাবলম্বন করিয়াই মানবজীবন পরিগঠিত হইতেছে। পরন্তু যিনি সৎপথ আশ্রয় করিলেন, তিনি বাচিয় গেলেন ; আর যিনি সাময়িক পরিবর্তনের আবৰ্ত্তমধ্যে পড়িয়া গেলেন, তিনি অশেষ যন্ত্রণাগ্রস্ত হইলেন । এই জন্য বলি যে পরিবর্তনমাত্রেই উন্নতিপ্রদ নহে! বিস্ত্রসস্কুল সংসারসমুদ্রে যিনি আশ্রয় দ্বীপ পাইয়াছেন, তিনিই ধন্য । পুরুষপ্রকৃতি যেমন স্বাবলম্বী, স্ত্রীপ্রকৃতি তেমনি পরাবলম্বী । পুরুষ পরের অধীনতায় স্থণা করিতে পারেন, তিনি নিজ পরিশ্রম ও বুদ্ধিকৗশলে, সাহস ও বীরত্বে নানা স্বাধীন উপায় আশ্রয় করিয়া সংসারিক মুখপূহ অপেক্ষাকৃত পরিতৃপ্ত করিতে পারেন । কিন্তু অবলাস্বভাব এমনি পরপ্রত্যাশী, এমনি ভীর, এমনি দুৰ্ব্বল যে স্বাধীনভাবে কোন কাৰ্য্যেই অধিকক্ষণ