পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৭২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

q>b* 布延可以 উপকার করিয়া এক্ষণে যথেষ্ট সুখভোগ করিতেছি ! আপনাদিগকে প্রণাম করি । এখান হইতে দেবগণ অপর স্থানে যাইয়া দেখেন- কতকগুলি বালি, রাজ এবং পাতিহংস রহিয়াছে। রাজহংসের পিতামহকে দেখিয়া কাদিতে কfদতে কহিল আপনাকে বহন করার উত্তম প্রতিফল দিতেছেন ! দেবগণ পশু ও পক্ষীর রোদনে অত্যন্ত দুঃখিত হইলেন। বরুণ এই সময় সকলকে লইয়া গোলক ধাদার মধ্যে প্রবেশ করিলেন । পিতামহ গোলক ধাদার মধ্যে প্রবেশ করিয়া মহা ফাপরে পড়িলেন । তিনি যে দ্বার দিয়া বাহির হইতে ঘান, দেখেন এক আকারের কাঠের রেলিং লাল বর্ণের পুপলতার দ্বারা আচ্ছাদিত সকল রাস্তাই একরূপ পরিসর এবং এক প্রকার টবে ও এক প্রকার পুষ্ট্ৰক্ষে মুশোভিত। , ব্ৰহ্মা। বরুণ ! এ করেছে কি ! য়্যা ! কত জমীতে যে গোলক ধাদা রহিয়াছে, তাহারও স্থিরতা নাই । বরুণ । জমী হদ এক কাঠা আন্দোজ। ইহার আকার অবিকল জিলিপীর প্ল্যাচের ন্যায়। প্রত্যেক বেড়ার গাত্রে অসংখ্য দ্বার আছে। এবং প্রত্যেক বেড়ায় এক প্রকার লতা পুষ্প থাকায় লোকে সহজে বাহির হইতে পারে না । ব্ৰহ্মা। আমার ভাই প্রাণটা হাপো ছাপে কর চে বাহির কর । নারা । না বরুণ ! একটু চেষ্টা করে আগে দেখা যাক । ব্ৰহ্মা। তোর ইচ্ছা হয়, তুই থাক। বরণ ! বাহির করে নিয়ে চল। কি জানি পাছে ঘুরে ঘুরে ঘূর্ণ রোগ হয়। বরুণ সকলকে বাহির করিয়া আনিয়া এক স্থানে উপস্থিত হইয়। কহিলেন পিতামহ ! মাটর মধ্যে একটা গৃহ দেখুন। এই গৃহট গ্রীষ্মকালে বড় ঠাও থাকে। গৃহটা উত্তমরূপে সাজান আছে। এখান হইতে সকলে একটী ক্ষুদ্র পুষ্করিণীর তীরে যাইয়া দেখেন, অসংখ্য বৃহদাকার মৎস্য সকল জলে সন্তরণ দিতেছে । , - বরুণ । পিতামহ ! এই যে চারি পাড় উত্তমরূপে ইষ্টকদ্বারা বাধান পুষ্করিণীটা দেখিতেছেন, ইহার নাম গজগিরি পুষ্করিণী । পুষ্করিণীর পশ্চিমদিকে ঐ যে একটী বৈঠকখানা রহিয়াছে, ঐ স্থানে বসিয়া বৰ্দ্ধমানাধিপতি মধ্যে মধ্যে মোসাহেবদিগের সহিত মৎস্য ধরিয়া থাকেন এবং শীতকালে ঐ ছাদের উপর উঠিয়া ঘুড়ি উড়ান।