পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৭৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন । • १* * ইহার পর দেবগণ লক্ষ্মীনারায়ণজীর বাটীতে প্রবেশ করিলেন । ইনি রাজবংপুর কুল দেবতা। ইহার সেবার বন্দোবস্ত বড় সুন্দর । , বরুণ। পিতামহ ! চেয়ে দেখুন চারি দিকে দালান মধ্যে নাটমন্দির t ওদিকে দেখা যাইতেছে রাসমঞ্চ ও পিতলের রথ । 壩 দেবগণ দেবালয়ের দ্বারে যাইয়া দেখেন,—গৃহ মধ্যে বিগ্রহ বিরাজ করিতেছেন। প্রতিমূৰ্ত্তির সর্বাঙ্গে স্বর্ণালঙ্কার । রৌপ্য থালে নৈবেদ্যাদি সাজান রহিয়াছে । हैख । বরুণ ! নাটমন্দিরে এত ব্রাহ্মণ বসিয়া আছে কেন ? বরুণ। উহারা লুচিখোঁর বামুন। লক্ষ্মীনারায়ণগীর বাটতে প্রত্যহ ব্রাহ্মণদিগকে প্লচুররূপে লুচি সন্দেশ আহার করিতে দেওয়া হয়। এজন্য উহারা আহারের চেষ্টায় আসিয়াছে। এখীন হইতে সকলে বাহির হইলে বরুণ কহিলেন পিতামহ ! সম্মুখে দেখুন রাজার সরস্বতী পূজা ও দুর্গোৎসবের বাড়ী। এই বাড়ীতে প্রতিবৎসর অতি সমারোহের সহিত সরস্বতী পূজা ও দুর্গাপূজা হইয়া থাক । ইন্দ্র । যেমন সৰ্ব্বত্র প্রতিমূৰ্ত্তি নিৰ্ম্মাণ করিয়া পূজা করা হয়, এখানেও কি সেই রূপ হয় ? বরুণ। না ভাই ! এখানে দুর্গার প্রতিমূৰ্ত্তি পটে অঙ্কিত করিয়া পূজা করা হইয়া থাকে। ইহার নিকট বলি হয় না, তবে মহা অষ্টমীর দিন একটা করিয়া নারিকেল বলি দেও{N হয় । এখান হইতে সকলে স্কুলবাড়ী দেখিয়া গো-শালার নিকট উপস্থিত হইলে বরুণ কছিলেন পিতামহ ! এই গোশালায় ৪০ । ৫০ টা ভাল ভাল গাই এবং ২, ৩০ টা মহিষ আছে। এখানেও একটা বিগ্রহ আছেন। তাহার নাম ছোট লাল । ইহার ও রীতিমত সেবা হইয়া, থাকে। ইহার মত বৃহদাকারের দেৰমূৰ্ত্তি নগরে আর দ্বিতীয় নাই । ইহার পর দেৰগণ অন্নপূর্ণ ও রাধা বল্লভঙ্গীর বাড়ী দেখিয়া একটা ময়রার দোকানে যাইয়া উপস্থিত হইলেন। ময়রার নাম রামদুলাল। রামদুলালের দোকানঘর তাহার বাড়ীর সহিত এরূপ ভাবে সংলগ্ন করা যে ঠিক যেন বাহিরের ঘর,বলিয়া বোধ হয়। কোন ভদ্র লোক যাত্ৰী আসিলে রামদুলাল ৰাজীতে বাসাও দিয়া থাকে। সে একাকী দোকান চালাইতে না পারাতে একটা ছেলেকে বেতন দিয়া রাখিয়াছে। রামদুলালের পরিবার দেখিতে ( ৯১ )