পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৭৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন । ৭২৩ হয়ে চলে গেলেন। যখন কবিরাজেরাই কপিরাজ হয়েছেন, তুই ভাৰচিল কেন ?• ছাই ভস্ম যা দিবি তাতেই পয়সা হবে। এই সময় মোট মাটারি সঙ্গে একটা বাবু আসিয়া রামদুলালুের দোকানে উপস্থিত হইলেন। দেবগণ র্তাহার সহিত আলাপ করিয়া জানিলেন, ইনি একজন ডাক্তার। দেশে কিছু না হওয়াতে বৰ্দ্ধমানে আসিয়াছেন। নারায়ণ বরুণের কাণে কাণে কছিলেন “ যম কি ইহাদের খবর দিয়ে এসেছে না কি ? ” ইন্দ্র। এইবার বর্দ্ধমান গেলেন। ডাক্তর । কি বলচেন মহাশয় ? ইন্দ্র। বলচি–বৰ্দ্ধমানে যেরূপ রোগের প্রাচুর্ভাব, এইবার বুঝি ইহার ধবংস হয় । - - 纖 ডাক্তর। অজ্ঞে ! আমার ঠাই এমন ঔষধ আছে, ২ । ১ দিনে রোগ অীরাম করিতে পারি । ডাক্তার বাবু চলিয়া গেলে রলিন্ডুলালের দোকানে বিস্তর মিঙ্গরির খরিদীর আসিল । এমন কি সে ১০ । ১৫ টা কুদে ভাঙ্গিয়াও খরিদার বিদায় করিতে পারিল না । বেলা ১১ টার সময় বাকার দিকে “ হোয়৷ ” “ হোয়৷ ” শব্দে শৃগাল ডাকিতে লাগিল। পথে অসংখ্য শব বাহির হইল, নগরে হাছাকার শব্দ উপস্থিত। এমন সৰ্ব্বনেশে ওলাউঠা এখানে কস্মিন কালে হয় নাই, এক দান্তেই কৰ্ম্ম নিকাশ N ময়র বে। ছুটিয়া গিয়া বেণের দোকান হইতে কপূর কিনিয়া আনিল। এবং কিঞ্চিৎ ময়রার কাপড়ে বাধিয়া দিয়া এৰং নিজে একটা পুটুলি করিয়া গুকিতে শুকিতে দেবগণকে কহিল— “ তোমরা পালাও, এখানে থাকলে মরে যাবে। ” 警 ব্ৰহ্মা। মা ! মরণের কথা কে বলতে পারে ? যদি কপালে থাকে এখানে থাকলেও মরিব না। আবার অন্যত্র পলায়ে গিয়াও বাচিব না। এক্ষণে তুমি একটু তৈল দেও, বেলা হয়েছে স্নান করিয়া আসি । 尊 ইহার পর দেবগণ একটা পুষ্করিণীতে স্নান আহিক সারিয়া, দৈ চড়ে কিনে, লালমোহন ও ওলা টাকনা দিয়া ফলার করিলেন । এবং কিঞ্চিৎ বিশ্রাম করিয়। আবার নগর ভ্রমণে বাহির হইলেন। এবার তাহার এক খানি বোড়ার গাড়ি ভাড়া করিয়া বাক নদীর উপরিস্থিত একটা পোল