পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৭৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিধবা রমণী । כא9ף ছিলেন। অতএব মধ্যদেশ ত্ৰিগৰ্ত্ত ও হস্তিনাপুরের নিকটস্থ কোন দেশ হুইবে । গীগাঁসংহিতায় যে যবনদিগের ঘোরতর যুদ্ধের কথা উক্ত হইয়াছে সে যুদ্ধ কি ? গ্ৰীক ইতিবৃত্ত লেখকের বলেন বাকৃত্রিয়ার রাজা ইউক্রাড়িদাস দেমিত্রিয়সের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি দেমিত্রিয়সকে বাকটিয়া হইতে দূর করিয়া দেন ও অবশেষে তাহার ভারতবর্ষস্থ অধিকার সমুদায় অপহরণ করেন। ইউক্রাতিদাসের সহিত দেমিত্রিয়সের ঘোরতর সংগ্রামও হইয়াছিল। উভয়েই গ্রীক। স্বতরাং গাগাঁসংহিতায় গ্রীকদিগের যে গৃহযুদ্ধের কথার উল্লেখ আছে, তাই এই গৃহযুদ্ধ বলিয়া অনুমান হয়। পূৰ্ব্বোক্ত প্রমাণের সাহায্যে স্থির হইৰ যে যবনের গ্রীক ; যবনপুর আলেকজাণ্ডিয়া অথবা আন্টি ওকিয়া নগর এবং গ্রীকেরা ভারতবর্ষের অভ্যন্তরে পাটন পৰ্য্যন্ত অধিকারভুক্ত করিয়াছিল। . এক্ষণে গ্রীকদিগের এই অধিকারের কাল নির্ণয় করা যাইতেছে । স্ত্রাবো বলিয়াছেন এবং প্রমাণেও পাওয়া যাইতেছে যে দেমিত্রিয়স ও মিনান্দারের ভারতবর্ষস্থ অধিকার অন্যান্য গ্রীক রাজগণের অধিকার অপেক্ষ সমধিক বিস্তৃত ছিল । ল্যাসেন নামক স্ববিখ্যাত পুরাতত্ত্ববিৎ পণ্ডিত বলেন যে দেমিত্রিয়স ও मिनांकांद्र औ८डेब्र शूटर्स २०4 अक् श्रल २७४ जल श्रर्षीख ब्रांखफ् कब्रिब्रा ছিলেন। সুতরাং গ্রীকদিগের কর্তৃক পাটনা বিজয়ের কাল খ্ৰীষ্টাব্দের পূৰ্ব্বে ২•• অব্দের অগ্রপশ্চাৎ কালই নির্ণয় করিতে হইবে। ঐজ্ঞানচন্দ্র ভট্টাচাৰ্য্য । दि५दt-द्भ्(*ौ । স্বদূর পশ্চিম হায়, দিবাকর অস্তে যায় ; কমলিনী স্নান মুখে নুয়ন মুদিল ; গোধূলি তারকারাজি গগনে ভাঙিল। পাপিয়া করিয়া গান, হরিয়া মানব প্রাণ ; আনন্দ হৃদয়ে এৰে কুলায়ে পশিল ; প্রকৃতি সুন্দর বেশ ধারণ করিল। 象