বিষয়বস্তুতে চলুন

পাতা:কল্পনা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ভ্রষ্ট লগ্ন

শয়নশিয়রে প্রদীপ নিবেছে সবে,
জাগিয়া উঠেছি ভােরের কোকিলরবে।
অলসরণে বসি বাতায়নে এসে
নূতন মালিকা পরেছি শিথিল কেশে।
এমন সময়ে অরুণধূসর পথে
তরুণ পথিক দেখা দিল রাজরথে।
সােনার মুকুটে পড়েছে উষার আলো,
মুকুতার মালা গলায় সেজেছে ভালাে।
শুধালো কাতরে ‘সে কোথায়’ ‘সে কোথায়’
ব্যগ্রচরণে আমারি দুয়ারে নামি—
শরমে মরিয়া বলিতে নারিনু হায়,
‘নবীন পথিক, সে যে আমি, সেই আমি।’

গােধূলিবেলায় তখনাে জ্বলে নি দীপ,
পরিতেছিলাম কপালে সােনার টিপ,
কনকমুকুর হাতে লয়ে বাতায়নে
বাঁধিতেছিলাম কবরী আপন মনে।
হেনকালে এল সন্ধ্যাধূসর পথে
করুণনয়ন তরুণ পধিক রথে।

৩৭