পাতা:কাদম্বরী নাটক.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । '& উঠতে যাচ্ছিলাম। কিন্তু এক বেট জমাদার অামাকে ঠেলে ফেলে দিয়ে বললে “ তোম কেয়ী সাবক সাৎ এক গাড়ীপর যানে মাংতা ? দোসরে গাড়াপর যাও।” অামারত ভয়ানক রাগ হলো । তার পর সেই সাহেব চৌকীদারকে এক লাতিমেরে অপমাকে গাড়ীর ভিতর অণস্বতে বললেন । সন্দের সময়, সে বৰ্দ্ধমানে নেবে গেল । বৰ্দ্ধমান থেকে দুজন বাঙ্গালী উঠলো আমাদের গাড়ীতে সাহেব নাই বলে রাত্রিতে অালো দিলে না । যদিও আমাদের সেকেনৃক্ল্যাস । তার পর রাৎ আটটার সময় (কোন ষ্টেশনে আমার মনে হচ্চে না) দুজন ইংরেজ অামারদের গাড়ীতে উঠলো। উঠিই বলচে “ তোমরা সব এক কোণে চুপটীক্লরে বোসে থাকবে, অণর যভক্ষণ পৰ্য্যন্ত না অনুমতি করবো, ততক্ষণ পৰ্য্যন্ত ঠোঁট খুলতে পারবে না ।” অামি বললাম কেন তোমরাও টিকিট কিনেছ আমরাও কিনেছি, আমরা কেন চুপ কোরে বোসে থাকবে ? একজন বাঙ্গালী আমাকে বলতে লাগলেন । চুপকরে চুপ্‌করে। এখুনি প্রাণটা হারাবে । অার একজন বাঙ্গালী সাহেবদের বললেন “ দিস ফেলো সিমস ভেরি ইমপাটিনেণ্ট” এই সব শুনে একজন সাহেব আমাকে এক যুশো মারলে ৷ আমিও ৰুকে দাঁড়িয়ে ছিলেম । এমন সময়ে অণর একজন সাহেব এসে ছড়িয়ে দিল । তার পর বেটার মদের বোতল খুল্পে, অীর যে বীক্ষণলী অণমণকে “ ইমপার্টিৱেণ্ট ” বোলেছিল তাকে ড্রিঙ্ক করতে “ রিকোয়েষ্ট ” কল্পে। সে বল্পে “ তুমি আমার মনিব। ইংরেজ নামায় অামাদের মনিব । তোমরা যা মনে কর, তাই করতে পারে । কিন্তু আমি কখন “ড়িঙ্ক করিনি ; আমাকে অনুগ্রহ কোরে ক্ষমা কর” । গোরা