সাক্ষাৎ-দৰ্পণ নাটক । هند কেদার । পেঁচো, মেছিলমানের দোকান্থ থেকে চীর অণনার কাবাব নিয়ে অণয় । { পেচোর প্রস্থান । কালি । কেদার! তুমি ভাই বেস “সার্ভেণ্ট” পেয়েছ। আমাদের বাড়ীর চাকরগুলো পীটা পৰ্য্যন্ত ছোয় না ! কি ছোট লোক, কি ভদ্র লোক, আজিকাল কেউ বড় জগৎ মানেন । কিন্তু এক একজন এখনো এমন হিন্দু অাছে যে তার দূর্গা নাম না লিখে জল খায়না । কেদার । ক্রমে ক্রমে সকলি লোপ পাবে । সকলে টের পেয়েছে যে ইংরেজরা ক্রমে তেত্রিশ কোটি দেবতাকে একেবারে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিয়েছে। কাজে কাজেই লোকেরা : দেখচে দেবতাদের পূজা করা, কেবল অরণ্যে রোদন! দোয়ারি । তবে তোমার মতে হিন্দুধৰ্ম্ম কোন কাজের নয় ? কেদার । হ্যা, ছেলেদের পুতুল খেলাবার কাজে আস্থতে পণরে । দোয়ারি । তুমি হিন্দুধর্মের কি বোঝে ? কালি ! তোমরা ততক্ষণ ঝকড়া কর, অামি সেই অবকাশে গলাট একটু ভিজিয়ে নেই। কদার। হিন্দুধৰ্ম্ম মিথ্যা এ পুভ” করা এত সহজ, যে আমি " তোমার সঙ্গে ও “সাবজেক্ট’ তর্ক করা “ওয়ার্থ ছোয়াইল” না মনে করে, কালির মতে মত দিয়ে যাতে “বটল’ শীগগির “ফিনিস ট’ হয়, তাতে আমি যত্নবান হলেম । দোয়ারি । আমার একলা বকা নিতান্ত পাগলামি, ভেবে অাগে থাকতে আমার গ্ল্যাস পরিপূর্ণ করলেম । , (সকলে ‘ব্রাভো ব্রাভো”সকলের মদ্যপান) পেচোর চাট লইয়া প্রবেশ এবং কল কে লইয়া প্রস্থান । ]
পাতা:কাদম্বরী নাটক.djvu/১২৬
অবয়ব