পাতা:কাদম্বরী নাটক.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जुडौँझ अझ । প্রথম গভর্ণঙ্ক । হরিহর বাবুর অন্দর গৃহ । (কুসুম, কামিনী, বীমামুন্দরী আসীন) বীমা । তবে এখন আসি । কামিনী । ঠাকুরঝি বসে না ? বামী । না ভাই -আমি তোমার মার কাছে একবার যাই । নেমন্তন্যে এসেছি বলে কেবল যে খেতেই হবে, এমনৃত কথা নয় । দেখি তিনি কি কচেচন । কামিনী । তিনি বুঝি রান্না ঘরে আছেন। বীমা । আমিও যোগাড় দেইগে । (বামাসুন্দরীর প্রস্থান ) কুমুম। কামিনী! তোমার ঠাকুরবি ভাই খুব কাজের লোক, না ? ༈༽ནི་བོ༽ তাতে খুব ! একদণ্ডও বসে থাকতে পারেন না। কুমুম। তুমি বুঝি সমস্ত দিন বসে বসে পড়? কামিনী । আমাদের তো কাজ কিছু বেশি নয় যে, আমাকে দেখতে শুনৃতে হবে ; তা বলে কি সারাদিন পড়ি, ন৷ সমস্ত দিন কখনো পড়া যায় ? কুমুম । আমি শুনিচি, তুমি খালি খাবার সময় অণর কাপড় কীচ বীর সময় নিচে নাব, তা না হোলে সারাদিন উপরে বসে পড়। কামিনী । না তা নয় ; তবে প্রায় উপরে থাকি বটে। কখন পড়ি, কখন বা ঘুমুই। আর যখন মনমোহিনী কি থাক