বিষয়বস্তুতে চলুন

পাতা:কাদম্বরী নাটক.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S৩৪ এল ৫৮ . . -- SSBBBB BSS SBSBBSBS iHHHH সাক্ষাৎ-দৰ্পণ নাটক । যটা ইচ্ছে ভটা বিয়ে কৰ্ব্বে, এ সওয়ায় বিবি নিয়ে বাই নিয়ে মজা কৰ্ব্বে ? অণর মেয়ে মানুযে সেই উননে মুখ দিয়ে পড়ে থাকবে, বাসন মেজে ঘর গোবেণর দিয়ে হাতে কড়া পড়বে। আরো সকলের মুখ নাড়া খেয়ে খেয়ে প্রাণট যাবে ? এমন পোড়া কপাল পুডিয়েও আমরা মেয়ে জন্ম ধারণ করেচি ! ধিক ! ধিক ! আমাদের জন্মকে ধিক !! কুসুম । কিন্তু ভাই, সত্যি কথা বল্লতে কি এর জন্যে তোমার যত কষ্ট হয়, অামার তত হয় না । আমার বাইরেও বড় যেতে ইচ্ছে করে না, গাড়ি ঘোড়া চড়তেও ইচ্ছে করে না । আমার ইচ্ছে করে খালি রোজ রেীজ সকলের সঙ্গে দেখা করি, অপর অণমোদ অণহলাদ করি । কামিনী । পাখীরা যেমন খাচার ভেতর থাকে, তেমনি ভাই অণমরা ছেলেব্যৰ্ণল অবধি এই দেয়াল ঘেরা তাশছি । দেয়ালের বাইরে গেলেই বোধ হয় যান, কি ভয়ানক পণপ্ত কল্লেম । কিন্তু তাই বলে কি অপমাদের বাইরে যেতে ইচ্ছে করে না, না বাইরের জিনিস দেখতে মন যায় না ? রান্না ঘরে ঘোমটা ঢাকা অনেক কোনের বোঁ দেখতে পাবে, যার ঘোমটা অtড়াল দিয়ে তাদের দুঃখের ভাবনা ভাবে, চোকের জলে ভেসে যায়, অর্ণর পরমেশ্বরকে সক্ষি রেখে তাদের দেশকে গলাগলি দেয় । কুসুম । আচ্ছ ভাই আমাদের দেশে ত এত বড় বড় লোক আছেন, তারা কেন আমাদের যাতে ভাল হয় তার চেষ্ট করেন না ? কামিনী। থাকবেন না কেন, এমন অনেক বড় তৃেণক তাছেন বটে কিন্তু তাদের যত চেষ্টা করা উচিৎ তা উগরা করেন না কুসুম । কি জন ভাই, আমরা হলেম মেয়ে মানুষ, আর তারা