পাতা:কাদম্বরী নাটক.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । స్టినీ কামিনী । ঝি, তবে কি হবে । সবোধকে কি তবে আমি দেখতে প্ৰবন ? (দ্র নদন) লক্ষ্মী। কেঁদোন। দা, দেখঢ়ি । (ভাবিয়া) হয়েছে! কামিনী । বল ! বল কি হয়েছে । লক্ষী । একটা দক্টির সিড়ি অমি কাল তোমাকে দিয়ে যাবো । যখন সবোধ আসবে,তুমি জানালা দিয়ে ঐ সিডিটা বুলিয়ে দেবে। সবোধ তাই বেয়ে উঠে তোমার ঘরে তাপস বে। কামিনী । আমি কমন করে টের পাব যে, স বোধ আসবে ? লক্ষী। সবোধ এসে তোমার জানালীর নিচে থেকে বশি বাজালে কি শিশ দিলে, তুমি টেয় পাবে। কামিনী । অণমি তেীকে কি দেবো ঝি ? তাশমীর এমন বৃদ্ধি কথন যোগত না । ঝি ভোর কাছে আমি আজ পর্যন্ত চির কালের জন্যে বাধিত হয়ে রইলাম। তুই তামার মীর চেয়ে আমার উপকার কর লি । মা আমাকে জন্ম দিয়ে ছেন বটে, কিন্তু জীবন ধারণের কোন উপায় করে দেন নি। বি, তুই আমাকে আজ প্রাণ দান দিলি, তোর কামিনী আজি পৰ্য্যন্ত তেণর মেয়ে হলো । আজি অবধি তোকে আণমি ম বলে ডাকবে (অশ্রুপতন) লক্ষী। (কামিনীকে কোলে লইয়া চুম্বন করুভঃ) মা তুমি বেঁচে থাক, সখে থাক এই আমার ইচ্ছে। তুমি আমাকে মা বল, অণুর নাই বল,আমি তোমাকে আমার পেটের মেয়ের চেয়েও ভাল বাসি। আমি আর কদিনই বা বর্ণচবো । তোমরা দুজনে সুখে থাক এই দেখে যান আমি মরি। যখন আমি মরে যাবে, আর যখন তোমরা দুজনে সুখে থাকবে, তখন এক এক বণর তোমাদের এই ড়েঝিকে মনে করে । কামিন’ । ঝি তমন কথা বলিস নে ; তোর তা গে যেন তামি