·ථ ෆ কদম্বরী নাটক । চন্দ্র। এই সুসংবাদ দিয়ে আমায় যে কতদূর ক্রীত করলে তা বোলুতে পারি না। যাহা হউক, পুরস্কার স্বৰূপ এই মুক্তার হার ছড়াট গ্রহণ কর। ( প্রদান ) (জনেক কষ্ণকীর প্রবেশ) কঙ্কু। যুবরাজ ! পত্ৰলেখা ও তৎসমভিব্যাহারী মেঘনাদের আগমন বার্তা শ্রবণ করে, রাজমহিষী তাদের আহবান করেছেন । চন্দ্র। পত্ৰলেখে ! মেঘনাদ সহকারে একবার মার কাছে যাও, কিন্তু সাবধান, গন্ধৰ্ব্বপুরের কোন কথা এক্ষণে র্তার কর্ণগোচর করে না । পত্র। তজ্জন্য আপনার কোন চিন্তা নাই—পত্ৰলেখা এতদূর বালিকা নয়, যে এমন, গহিত কাৰ্য্য করতে পারগ হবে। চলুন কধুকী মহাশয়! আপনি অগ্রবর্তী হউন, এসে, মেঘনাদ এসে । কেঞ্চকী সহকারে উভয়ের প্রস্থান। চন্দ্র। (স্বগতঃ ) হৃদয়! স্থির হও,-পত্ৰলেখার মুখে প্রাণধিকার কথা শুনে, আহ্বাদে একেবারে বাতুল হয়ে না, আমি যে সুবর্ণপুর হতে রাজ্যে এসেছি, সে সমাচার শুনে তো গন্ধৰ্ব্ব কুমারী চঞ্চল হন নি ? তবে তিনি কি শুদ্ধ আমার মন পরীক্ষা করবার জন্যে পত্ৰলেখাকে এই সমস্ত গল্প বলেছেন—হা! কেয়ুরক ও গন্ধৰ্ব্বদারকগণ না ? ( কতিপয় গন্ধৰ্ব্বদায়ক সহ কেয়ূরকের প্রবেশ ) কেয়ু যুবরাজ ! প্রণাম হই । চন্দ্র। (আলিঙ্গন করিয়া) কেয়ুরক! আমার কি সৌভাগ্য
পাতা:কাদম্বরী নাটক.djvu/৩৪
অবয়ব