পাতা:কাদম্বরী নাটক.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

JS কাদম্বরী নাটক । নির্জন বনস্থলিতে পরিত্যাগ করে আমরা উজ্জয়িনী প্রত্যাবৰ্ত্তন , করবে, এও কি সম্ভব হয়? অমাত্য-প্রবর দেব শুকনাশ, যখন আমাদের জিজ্ঞাসা করবেন যে, “ পরিচারকগণ! আমার বৈশম্পায়ন কোথা?”—তখন তাকে আমরা কি বলবো যে, কৈলাস-পৰ্ব্বত-সন্নিদ্ধ উপবনে তাকে পরিত্যাগ করে এলেম ? মহারাজ বা রাজকুমার । যিনি এক দিবস আপনার আদর্শনে থাকতে পারেন না-তিনি জিজ্ঞাসা করলেও কি ঐ কথা বলবো? দেব! ও সকল প্ৰলাপ পরিহার করে, আমুন তুরায় উজ্জয়িনী যাত্রা করি। বৈশ । (সরোষে) আমার যথেচ্ছা আমি করবে, তাতে কে প্রতিবন্ধকতা প্রদান করবে ? বয়স্ত চন্দ্রপীড় আমার মাতিশয় আস্পদের পাত্ৰ,কিন্তু আমি তার সহ এক্ষণে সাক্ষাৎ করতে অক্ষম। জনক জননীকে আমার প্রণাম জ্ঞাত করে,–আমি যে প্রণষ্ট বস্তুর পুনঃ প্রাপ্তি প্রত্যাশায় এ স্থানে রইলেম, যদ্যপি পাই তো পুনঃ , সাক্ষাৎ হবে, নতুবা এই পৰ্য্যন্ত। { বেগে প্রস্থান । পরি । ( অন্যের প্রতি) এক্ষণে কি উপায় ? উনি যে সহস এৰূপ ক্ষিপ্ত হবেন, এ কার মনে ছিল ? আমরা ওঁকে এই অপরিচিত নির্জন বনস্থলিতেই বা কিৰূপে পরিত্যাগ করে যাই, এতে মহা বিপদেই পড়লেম দেখি । - দ্বি—পরি। ভবিতব্যের অভেদ্য নিবন্ধনের কখনই অন্যথা হবে । ন। চল দেখি, উনি কি করেন, তৎপরে উপস্থিত মতে বিহিত করা যাবে। - পরি। আচ্ছা তাই চল, সকলে যাওয়া যাক। সকলের প্রস্থান ।