বিষয়বস্তুতে চলুন

পাতা:কাদম্বরী নাটক.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ কাদম্বরী নাটক। দৃশ্ব । উজ্জয়িনী রাজ্যেপবনস্থ শৈলেশ্বরের মন্দির। (দেবী বিলাসবর্তী ধ্যানে আসীনা, অদূরে জনেক সখী দণ্ডায়মান । ) ( নেপথ্যে মুদ্র বাদ্য ও গীত। ) রাগিণী মুলতান —তাল আড়াঠেকা । ওহে ত্ৰিলোচন কর, মনফ্লুঃখ নিরারণ । করযোড়ে এই বর, চাছে এ অধিনীজন । অপত্য বিরহ শোকে, হৃদি জ্বলে মহা দুঃখে, কেন দুঃখিনীর ধনে, পাঠাইল্প সে কানন। বারি বীরে হ্রনয়নে, সদত অসুখী মনে, নিজগুণ প্রকাশিয়ে, দেহ মোর সে রতন tl বিলাস ! ( ধ্যান ভঙ্গে ) হা ত্ৰিলোকনাথ মহাদেব ! আপনাকে আমি আজন্মাবধি প্রতিদিন অনশনে অর্চনা করে কত কালে চন্দ্রাপীড়কে পুত্ররূপে লাভ কোরেছি,এখন সে নয়নতার ক্ষণকালের জন্য অদর্শন হোলেও সমস্ত জগৎ শূন্যময় দেখি,কিন্তু সেই পুত্র আমার বয়স্তের অনুসন্ধানে আজ কয়েক মাস নিউদেশ, সুদ্ধ আপনার ভরসায় আমি এতাবৎ কাল নিশ্চিন্ত । ছিলাম, কিন্তু ক্রমে যত দিন অতীত হচ্ছে, ততই আমার ভুর্ভাবন বৃদ্ধি হচ্ছে,এখন আর কিছুতেই মন প্রবোধ মামৃছে না;বহুসের অনুসন্ধানে যে কতিপয় দূত পঠালেম, তারাও অদ্যাপি প্রত্যাগত হলো না, এক্ষণে কি করি ? প্রভো ! তোমার মনে কি আছে ?