কদম্বরী নাটক । .ዓላ বুঝতে পারেন নাই, সেই জন্য পত্র প্রাপ্ত মাত্রে তিনি হেমকুটে যাবার জন্য সাতিশয় উদ্বিগ্ন হন, কিন্তু বৈশম্পায়নের রাজ্য প্রত্যাবর্তন আশায় কয়েক দিন অপেক্ষ করেন, তৎপরে স্কন্ধাবার দশপুরী আসিয়াছে, শুনিয়া আগ্রহ সহকারে মহারাজের অনুমতিক্রমে সেখানে যান, কিন্তু সেখানে গিয়ে শুনলেন যে, বৈশম্পায়ন সেখানে নাই । শুক । সে কিরূপ ? বৎসকে রেখে সকলে কিরূপে চলে এলে ? তরি। যে অমঙ্গল ঘটনার পরিণামে শুভ ফল আছে, তার জন্য বৃথা শোক করা বরং আরো অমঙ্গলের পোষকতা করা হয় দেব ! কুমার স্কন্ধাবার পরিতাগ করে কতিপয় সহচর সহ অচ্ছেদ সরোবরে গেলেন, সেখানে পুনৰ্ব্বার দেবী মহাশ্বেতার সন্দর্শন লাভ করেন, তৎপরে সেখানে বৈশম্পায়নের বিষয় সব শুন্লেম, তা আপনার নিকট প্রকাশ করতে পারিনা, কিন্তু তাতে তৎক্ষণাৎ তার হৃদয় বিদারিত হয় | শুক। হু বৎস!--(মূৰ্ছ) তরি। হায়! আমি কি নিৰ্ব্বোধ, পুত্রের অত্যাহিতের কারণ পিতার নিকট কেন প্রকাশ কল্লেম ? (শুকনাশের মুখে জল দিয়া) দেব ! আপনার ন্যায় জ্ঞানী ও মহাত্মার এরূপ অকিঞ্চিৎকর শোকে মোহিত হওয়া উচিত নয়, তা হলে অন্যে কি করবে ? শুক । ( মূৰ্ছাপনোদনে) তরিত্বক ! যথার্থ বলেছ, আমার যথেষ্ট মুখের ন্যায় কাৰ্য্য হয়েছে, যা হোক তার পর ?
পাতা:কাদম্বরী নাটক.djvu/৮১
অবয়ব