পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী ও অস্ত্রবিদ্যা তত শিখিলেন না, কিন্তু অন্যান্য সকল বিদ্যায শাস্ত্রে শিক্ষিত হইয়া উঠিলেন । চন্দ্রপীড ও বৈশম্পয়ন এক-বয়সী, একসঙ্গে ললিতপালিত ও শিক্ষিত। জুই জনের মধ্যে ভাললাস ছিল গভীব । এক জনকে ছাড়িয়া অপব জন এক দণ্ডও থাকিতে পারিতেন না । শিক্ষা শেষ হইলে দুই জনেই গৃহে যাইবাব অল্পমতি পাইলেন । উহাদেব আনিলার জন্য মহাবাজ তারপীড় বহু হ। তাঁঘোড়া ও সৈন্তা-সমস্ত দিয়া সেনাপতি বলাহককে বিদ্যালয়ে পাঠাইয়া দিলেন । পল হক বাজকুমাৰকে প্রণাম কবিয়া বলিল , প্রজার এ পরিজনেরা আপনাকে দেখিবtল জন্য ব্যগ্র হইয়াছে । আপনাব জন্ম মহবাজ ইন্দ্রীযুধ নামে একটি ঘোড়া প। ইয়াছেন। পাবস্তা দেশের বাজা ঘোড়াটি মহারাজকে উপহার দিয়াছেন । এমন আশ্চর্য্য ঘোড়। আমরা জীবনেও দেখি নাই। বাহিবে বখিয়া আসিয়াছি, আপনার অনুমতি পাইলেই আনিব । অনেক সমস্ত রাজাও আপনাকে দেখিবাব আtশায় বাহিরে অপেক্ষা করিতেছেন। চন্দ্রাপীড় ইন্দ্রায়ুধকে ভিতবে আনিতে বলিলেন । অমন সুন্দব ও তেজী ঘোড়া দেখিয় রাজপুত্র খুব খুশী হইলেন । তিনি ইন্দ্রায়ুধে ও বৈশম্পায়ন অপর একটি ঘোড়ায় চড়িয়া বিদ্যালয় হইতে বাহিরে আসিলেন । ጏጫ