বিষয়বস্তুতে চলুন

পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Soo কাদম্বরী । ব্যাপার শুনিয়া কি মনে করিবেন ? মাতা কি ভাবিবেন ? প্রিয়সর্থী মহাশ্বেতার নিকট কি বলিয়া মুখ দেখাইব ? যাহা হউক, আমার অত্যন্ত লঘুহৃদয়তা ও চপলতা প্রকাশ হইয়াছে। বুঝি, আমার চপলতা প্রকাশ করাইবার নিমিত্তই প্রজাপতি ও রতিপতি মন্ত্রণাপূৰ্ব্বক এই উদাসীন পুরুষকে এখানে পাঠাইয়া থাকিবেন। অন্তঃকরণে এক বার অনুরাগ সঞ্চার হইলে তাহা ক্ষালিত করা দুঃসাধ্য। কাদম্বরী এইরূপ ভাবিতেছিলেন এমন সময়ে প্রণয় যেন সহস৷ তথায় আসিয়া কহিল কাদম্বরি ! কি ভাবিতেছ ? তোমার আলীক অম্বুরাগে ও কপট মিত্রতায় বিরক্ত হইয়া চন্দ্রাপীড় এখান হইতে প্রস্থান করিতে উষ্ঠত হইয়াছেন। গন্ধৰ্ব্বকুমারী তখন আর স্থির হইয়া থাকিতে পারিলেন না। আমনি শয্যা হইতে ত্বরায় উঠিয়া গবাক্ষদ্বার উদঘাটনপূর্বক এক দৃষ্টে ক্রীড়াপর্বতের দিকে চাহিয়৷ রহিলেন । ১১

  • mm mrm. samommes