কাদম্বরী। SSN9 করিয়া সাদরসম্ভাষণে কুশলবাৰ্ত্তা জিজ্ঞাসিলেন। অনন্তর তথা হইতে বাট আসিয়া নির্জনে গন্ধৰ্ব্বকুমারীর সন্দেশবার্তা জিজ্ঞাসা করাতে কহিল আমাকে তিনি কিছুই বলিয়! দেন নাই । আমি মেঘনাদের নিকট পত্ৰলেখাকে রাখিয়া ফিরিয়া গেলাম এবং রাজকুমার উজ্জয়িনী গমন করিয়াছেন এই সংবাদ দিলাম। মহাশ্বেতা শুনিয়া উৰ্দ্ধে দৃষ্টি পাত ও দীর্ঘ নিশ্বাস পরিত্যাগপূৰ্ব্বক কেবল এইমাত্র কহিলেন ই উপযুক্ত কৰ্ম্ম হইয়াছে ! এবং তৎক্ষণাৎ গাত্ৰোখান করিয়া আপন আশ্রমে চলিয়া গেলেন । কাদম্বরী শুনিবামাত্র নিমীলিতনেত্র ও সংজ্ঞাশন্ত হইলেন । অনেক ক্ষণের পর নয়ন উন্মীলন করিয়া মদলেখাকে কহিলেন মদলেখে ! চন্দ্রাপীড় যে কৰ্ম্ম করিয়াছেন আর কেহ কি এরূপ করিতে পারে! এইমাত্র বলিয়া শয্যায় শয়ন করিলেন। তদবধি কাহারও সহিত কোন কথা কহেন নাই। পর দিন প্রভাত কালে আমি তথায় গিয়া দেখিলাম কাদম্বর সংজ্ঞাশুন্ত, কেহ কোন কথা কহিলে উত্তর দিতেছেন না। কেবল নয়নযুগল হইতে অনবরত অশ্রধারা পতিত হইতেছে। আমি তাহার সেইরূপ অবস্থা দেখিয়া অতিশয় চিন্তিত হইলাম এবং তাহাকে না বলিয়াই আপনার নিকট আসিয়াছি। ১ গন্ধৰ্ব্বকুমারীর বিরহকৃত্তান্ত শুনিতেছেন এমন সময়ে মূৰ্ছ রাজকুমারের চেতনা হরণ করিল। সকলে সসন্ত্রমে তালবৃন্ত বীজন ও শীতল চন্দনজল সেচন করাতে অনেক ক্ষণের পর চেতন হইলেন। দীর্ঘ নিশ্বাস পরিত্যাগপূর্বক কহিলেন কাদম্বরীর মন আমার প্রতি এরূপ অনুরক্ত তাহা আমি পূৰ্ব্বে জানিতে পারি নাই ।
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৬৬
অবয়ব