পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSలb= কাদম্বরী । শুকনাস এত বুঝাইলেন, কিন্তু রাজার শোকাচ্ছন্ন মনে প্রবোধের উদয় হইল না। তিনি কহিলেন শুকনাস ! তুমি যাহা বলিলে যুক্তিসিদ্ধ বটে ; আমার মন প্রবোধ মানিতেছে না ; আমিই যখন ধৈর্য্য অবলম্বন করিতে সমর্থ নহি, মহিষী স্ত্রীলোক হইয়। কিরূপে শোকাবেগ পরিত্যাগ করিবেন। চল, আমরা তথায় ঘাই, স্বচক্ষে চন্দ্রাপীড়ের অবিকৃত অঙ্গশোভা অবলোকন করি । তাহা হইলে, শোকের কিছু শৈথিল্য হইতে পারে। মহিষী কহিলেন তবে আর বিলম্ব করা নয়। শীঘ্ৰ যাইবার উদ্যোগ করা যাউক । এমন সময়ে এক জন বৃদ্ধ আসিয়া কহিল দেবি । চন্দ্রপীড় ও বৈশম্পায়নের নিকট হইতে লোক আসিয়াছে, সংবাদ কি, জানিবার নিমিত্ত মনোরম। এই মন্দিরের পশ্চাদ্ভাগে দণ্ডায়মান আছেন। মনোয়মার আগমনবাৰ্ত্তা শ্রবণ করিয়া নরপতি অতিশয় শোকাকুল হইলেন। বাষ্পাকুলনয়নে কহিলেন দেবি ! তুমি স্বয়ং গিয়া সমুদায় বৃত্তান্ত তাহার কর্ণগোচর কর এবং প্রবোধবাক্যে বুঝাইয়া কহ যে, তিনিও আমাদিগের সমভিব্যাহারে তথায় যাইবেন । গমনের সমুদায় আয়োজন হইল। রাজা, মহিষী, মন্ত্রী, মন্ত্রিপত্নী, সকলে চলিলেন। নগরবাসী লোকেরা, কেহ বা নরপতির প্রতি অনুরাগবশতঃ, কেহ বা চন্দ্রাপীড়ের প্রতি স্নেহপ্রযুক্ত, কেহ বা আশ্চৰ্য্য দেখিবার নিমিত্ত, সুসজ্জ হইয়া অনুগমন করিতে প্রস্তুত হইল । রাজ। তাহাদিগকে নানা প্রকার বুঝাইয়৷ ক্ষান্ত কক্সিলেন। কেবল পরিচারকের সঙ্গে চলিল। ২১ কিয়দিন পরে অচ্ছোদসরোবরের তীরে উপস্থিত হইলেন । তথা হইতে কাদম্বরী ও মহাশ্বেতার নিকট অগ্রে সংবাদ পাঠাইয়া পরে