পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । Sዓ® নাই। আমি এই সমুদায় প্রাপ্ত হইয়াছিলাম কেবল আপন দোষে হারাইয়াছি। কোন কালে যে উদ্ধার পাইব তাহারও উপায় দেখিতেছি না। জন্মান্তরীণ বান্ধবগণের সহিত পুনৰ্ব্বার সাক্ষাৎ হইবার কিছুমাত্র সম্ভাবনা নাই। এ দেহে কোন প্রয়োজন নাই। এ প্রাণ পরিত্যাগ করাই শ্রেয়। আমাকে এক দুঃখ হইতে দুঃখাস্তরে নিক্ষিপ্ত করাই বিধাতার সম্পূর্ণ মানস। ভাল, বিধাতার মানসই সফল হউক। ১ এইরূপ চিন্তা করিতেছিলাম এমন সময়ে হারীত সহাস্তবদনে আমার নিকটে আসিয়া মধুরবচনে কহিলেন ভ্রাতঃ ! ভগবান্‌ শ্বেতকেতুর নিকট হইতে তোমার পূৰ্ব্বসুহৃৎ কপিঞ্জল তোমার অন্বেষণে আসিয়াছেন। বাহিরে পিতার সহিত কথা কহিতেছেন। আমি আহলাদে পুলকিত হইয়া কহিলাম কই, তিনি কোথায় ? আমাকে তাহার নিকট লইয়া চল। বলিতে বলিতে কপিঞ্জল আমার নিকটে আসিলেন। র্তাহাকে দেখিয়া আমার দুই চক্ষু দিয়া আনন্যাশ্র নির্গত হইতে লাগিল। বলিলাম সৰ্থে কপিঞ্জল ! বহু কাল তোমার সহিত সাক্ষাৎ হয় নাই। ইচ্ছা হইতেছে গাঢ় আলিঙ্গন করিয়া তাপিত হৃদয় শীতল করি। বলিবামাত্র তিনি আপন বক্ষঃস্থলে আমাকে তুলিয়া লইলেন। আমার দুর্দশ দেখিয়া রোদন করিতে লাগিলেন। আমি প্রবোধবাক্যে কহিলাম সখে । তুমি আমার স্থায় অজ্ঞান নহ। তোমার গষ্ঠীর প্রকৃতি কখন বিচলিত হয় নাই। তোমার মন কথন চঞ্চল দেখি নাই। এক্ষণে চঞ্চল হইতেছ কেন ? ধৈর্য্য অবলম্বন কর। আসন পরিগ্রহ দ্বারা শ্রান্তি পরিহারপূর্বক পিতার কুশল বার্তা বল।