বিষয়বস্তুতে চলুন

পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sb〜3 কাদম্বরী । শর নিক্ষেপ করিলেন। কাদম্বরী উন্মত্ত ও বিকৃতচিত্ত হইয়া জীবিতভ্রমে যেমন চন্দ্রাপীড়ের মৃতদেহ গাঢ় আলিঙ্গন করিবার উপক্রম করিতেছেন, অমনি চন্দ্রাপীড় পুনর্জীবিত হইয়া উঠিলেন। কাদম্বরী ভয়ে কঁাপিতেছেন, চন্দ্রপীড় সম্বোধন করিয়া কহিলেন ভীরু ! ভয় কি ? এই দেখ, আমি পুনর্জীবিত হইয়াছি। আজি শাপাবসান হইয়াছে। এত দিন বিদিশা নগরীতে শূদ্রকনামে নরপতি ছিলাম। অন্য সে শরীর পরিত্যাগ করিয়াছি। তোমার প্রিয় সর্থী মহাশ্বেতার মনোরথও আজি সফল হইবেক । আজি পুণ্ডরীকও বিগতশাপ হইয়াছেন। বলিতে বলিতে চন্দ্রলোক হইতে পুওরীক নভোমণ্ডলে অবতীর্ণ হইলেন। তাহার গলে সেই একাবলীমালা ও বামপাশ্বে কপিঞ্জল । কাদম্বরী প্রিয় সর্থীকে প্রিয় সংবাদ শুনাইতে গেলেন, এমন সময়ে পুণ্ডরীক চন্দ্রাপীড়ের নিকটে আসিয়া উপস্থিত হইলেন। চন্দ্রাপীড় সমাদরে হস্ত ধারণ ও কণ্ঠগ্রহণ পূৰ্ব্বক মৃদুমধুর বচনে বলিলেন সথে ! তোমার সৌহাৰ্দ্দ কখন বিস্তৃত হইতে পারিব না। আমি তোমাকে বৈশম্পায়ন বলিয়াই জ্ঞান করিব । তোমাকেও আমার সহিত মিত্রত ব্যবহার করিতে হইবেক । ১ গন্ধৰ্ব্বরাজ চিত্ররথ ও হংসকে এই শুভ সংবাদ শুনাইবার মিমিত্ত কেয়ূরক হেমকূটে গমন করিল। মদলেখা আহ্নাদিত ছইয়া তারাপীড় ও বিলাসবতীর নিকটে গিয়া কহিল আপনাদের সৌভাগ্যবলে, যুবরাজ আজি পুনর্জীবিত হইয়াছেন। রাজা, রাণী, শুকনাস ও মনোরমা এই বিস্ময়কর শুভ সমাচার শ্রবণে পরম পুলকিত হইয়া শীঘ্ৰ আশ্রমে উপস্থিত হইলেন। চন্দ্রাপীড় জনক